নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে জোর বিক্ষোভ৷ নাগরিকত্ব সংশোধনী আইন এবং (NRC) এনআরসি নিয়ে বিভক্ত সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই৷ সাধারণ মানুষের একাংশের পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুলতে শুরু করেছেন বলিউডের একাধিক সেলেব৷ এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন (Akshay Kumar)  অক্ষয় কুমার৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :  জন্মদিনে ভক্তদের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন সলমন খান, দেখুন ভিডিয়ো
তিনি বলেন, বাম বা ডান, যে পক্ষই হোক না কেন, হিংসা বন্ধ করতে হবে৷ প্রতিবাদের নামে হংসাত্মক কোনও কাজ করা উচিত নয়৷ সরকারি সম্পত্তি নষ্ট করা অনর্থক বিষয় বলে মন্তব্য করেন অক্ষয়৷ পাশাপাশি আরও বলেন, যার যা দাবি, তা নিয়ে আলোচনায় বসা উচিত৷ আলোচনার মাধ্যমেই সবকিছু মিটিয়ে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন অক্ষয় কুমার৷ প্রতিবাদ করতে গিয়ে কখনওই ভাঙচুর করে আগুন জ্বালানো উচিত নয় বলেও মন্তব্য করেন আক্কি৷


আরও পড়ুন : কুশলের মতো হাসিখুশি মানুষ কীভাবে আত্মহত্যা করতে পারেন? মুখ খুলেন প্রাক্তন বান্ধবী
এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সম্প্রতি উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববদ্যালয়৷ যে বিক্ষোভ রদ করতে পড়ুয়াদের উপর (Police) পুলিস লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ যা নিয়ে বিতর্ক শুরু হয় গোটা দেশ জুড়ে৷ জামিয়ায় পড়ুয়াদের উপর পুলিসের লাঠিচার্জের ভিডিয়োতে লাইক করে বিপাকে পড়েন অক্ষয় কুমার৷ তবে ওই ভিডিয়োতে ভুল করে লাইক করে ফেলেছেন বলে দাবি করেন আক্কি৷ তা সত্ত্বেও (Bollywood) বলিউড খিলাড়িকে নিয়ে বিতর্ক থামেনি৷
অন্যদিকে (Farhan Akhtar) ফারহান আখতার, স্বরা ভাস্কর, পরিণীতি চোপড়া-রা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সামিল হন৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সরব হওয়ায় বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচীর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে পরিণীতিকে সরিয়েও দেওয়া হয় পাওয়া যায় খবর৷