নিজস্ব প্রতিবেদন: প্রয়াত বিনোদ খান্নার প্রথমা স্ত্রী গীতাঞ্জলি খান্না। শনিবার মাঝ রাতে তাঁকে মুম্বইয়ের উপকূলবর্তী আলিবাগের সিভিল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, মান্ডওয়াতে ছেলে অক্ষয় খান্নার সঙ্গেই থাকতেন গীতাঞ্জলি। ওই দিন হঠাৎই অসুস্থবোধ করলে বাড়ি থেকে তাঁকে তড়িঘড়ি বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে আলিবাগ সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়। শনিবার থেকেই নাকি শরীর খারাপ ছিল গীতাঞ্জলি, তিনি পরিবারকে সেকথা জানালে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। সেই মতোই তিনি ওষুধ খাচ্ছিলেন। শনিবার রাত ৯ থেকে ১০টার মধ্যে শুতে যান গীতাঞ্জলি খান্না। রাতে উঠে অক্ষয় মায়ের শরীরের তাপমাত্রা কমে গিয়েছে দেখে ভাই রাহুল খান্নাকে ফোন করেন। সঙ্গে সঙ্গেই তাঁকে আলিবাগ সিভিল হাসাপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



 



১৯৭১ সালে ছেলেবেলার বন্ধু বিনোদ খান্নার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন গীতাঞ্জলি। ১৯৮৫ সালে তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়। প্রসঙ্গত, গত বছর ২৭ এপ্রিল মৃত্যু হয় বিনোদ খান্নার।