নিজস্ব প্রতিবেদন : যৌন হেনস্থার অভিযোগ করা হয়েছে পাকিস্তানি গায়ক, অভিনেতা আলি জাফরের বিরুদ্ধে। যা নিয়ে আলি প্রথমে সোচ্চার না হলেও, এবার আইনি নোটিস পাঠালেন পাকিস্তানি অভিনেতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সইফকে দেখে এড়িয়ে গেলেন করিনা, কী হল 'সইফিনা'-র


রিপোর্টে প্রকাশ, পাকিস্তানি গায়িকা মিশা সফিকে আইনি নোটিস পাঠিয়েছেন আলি জাফর। যেখনে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে খবর। যদিও, আলি জাফরের কোনও আইনি নোটিস হাতে পাননি বলে দাবি করেছেন মিশা সফির আইনজীবী। যে কোনও ধরনের নোটিস পেলে, তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন মিশার আইনজীবী।


আরও পড়ুন : পাক অভিনেতা আলি জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মিশার


হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভে ওয়েইনস্টেইন যৌন হেনস্থা করেছেন বলে সম্প্রতি তাঁর বিরুদ্ধে সরব হন একের পর এক অভিনেত্রী। সেই থেকে শুরু। এরপর ‘মি টু’ ক্যাম্পেইনে সামিল হন বলিউডের একাধিক অভিনেত্রীও। রাধিকা আপতে, বিদ্যা বালান-দের সঙ্গে এবার সেই তালিকায় যুক্ত হয় পাকিস্তানি গায়িকা মিশা সফির নাম। আর সেখানেই ওই গায়িকা দাবি করেন, পাকিস্তানি গায়ক, অভিনেতা আলি জাফর নাকি তাঁর যৌন হেনস্থা করেছেন। নিজের টুইটার হ্যান্ডেলেও এরপর আলি জাফরের বিরুদ্ধে সরব হন মিশা সফি নামে ওই গায়িকা।