Alia Bhatt-Ranbir Kapoor, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে বিক্ষোভের মুখে আলিয়া ভাট ও রণবীর কাপুর। মঙ্গলবার মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরে পুজো দিতে ও আরতিতে যোগদান করতে গিয়েছিলেন রণবীর ও আলিয়া, সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। কিন্তু এরই মাঝে ঘটে বিপত্তি। তারকা দম্পতির মন্দিরে পৌঁছানোর আগেই বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের তরফ থেকে শুরু হয় বিক্ষোভ প্রদর্শন। প্রায় দশ বছর আগের রণবীরের এক গোমাংস বিতর্ক কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই বিতর্কের জেরেই এই বিক্ষোভ দেখায় বজরং দলের সদস্যরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Nusrat Jahan-Yash Dasgupta: হাতির পিঠে চেপে পশুপ্রেমীদের কটাক্ষের মুখে যশ-নুসরত


ঘটনার সত্যতা জানা যায় মহাকাল পুলিস স্টেশন থেকে। পুলিসের বক্তব্য যে, একটি বিক্ষোভ শুরু হয়েছিল যে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে যেন মন্দিরে প্রবেশ করতে দেওয়া না হয়। কিন্তু কিছুক্ষণ পরেই পুলিস সেই বিক্ষোভ তুলে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিসের লাঠি চার্জের পরেও বজরং দলের বিক্ষোভ চলতে থাকে। তাঁদের দাবি যে, কোনওমতেই যেন এই তারকা দম্পতিকে মন্দিরের অন্দরে ঢুকতে না দেওয়া হয়। আলিয়া রণবীর মন্দির দর্শনে আসার আগেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করে বিক্ষোভকারীরা।



বিক্ষোভকারীদের দাবি যে, তাঁরা শান্তিপূর্ণভাবেই হাতে কালো পতাকা নিয়ে মন্দিরের সামনে প্রতিবাদ করছিল কিন্তু আচমকাই সেখানে লাঠিচার্জ শুরু করে পুলিস। বজরং দলের এক সদস্য বলেন, ‘আমরা রণবীর কাপুরকে মন্দিরে ঢুকতে দিতে চাই না, তাই আমরা প্রতিবাদে বসেছি। মহাকাল মন্দির একটি পবিত্র স্থান, সেখানে এমন কাউকে প্রবেশ করতে দেওয়া উচিত নয় যে মটন, চিকেন এমনকী বিফও খায়। গোমাতাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন রণবীর, তিনি বলেছেন যে, গোরুর মাংস খাওয়া ভালো।’


আরও পড়ুন: Urfi Javed: ‘বাড়ি গিয়ে মা-বোন-প্রেমিকার পোশাক নিয়ে মন্তব্য করো’, রেগে আগুন উর্ফি


বিক্ষোভের খবর পেয়ে মহাকাল মন্দিরে আর যাননি রণবীর ও আলিয়া। দর্শন না করেই এদিন ইন্দোর ফিরে আসে তারকা দম্পতি। আলিয়া অন্তঃসত্ত্বা তাই আর কোনও ঝুঁকিই নিতে চাননি তাঁরা। রণলিয়াকে ছাড়াই মহাকাল দর্শনে যান অয়ন মুখোপাধ্যায়। তিনি পুজোও দেন, আরতিও করেন। ২০১১ সালে গোমাংস খাওয়া নিয়ে মন্তব্য করেছিলেন রণবীর কাপুর। তিনি বলেছিলেন যে, ‘আমি পরিবারের মূলত পেশোয়ারের। তাই পেশওয়ারি খাবার আমাদের পছন্দ। আমি মটন, পায়া ও বিফের ফ্যান। আমি মূলত বিফের বড় ভক্ত।’


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)