নিজস্ব প্রতিবেদন : নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন রণবীর কাপুর এবং (Alia Bhatt) আলিয়া ভাট৷ ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং থেকে সময় বের করে নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দেন রণবীর-আলিয়া৷ নিউ ইয়র্কে ছুটি কাটানোর মাঝেই সেখান থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন 'রালিয়া'৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :  থাইল্যান্ডে শুরু হল নতুন বছর, ছবি শেয়ার করলেন মনামি
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি ছবি শেয়ার করেন আলিয়া ভাট৷ যেখানে কোথাও রৌদ্রস্নান নিতে দেখা যায় তাঁকে, আবার কখনও (Ranbir Kapoor) রণবীর কাপুরের সঙ্গে সৈকতে সময় কাটাতে দেখা যায় মহেশ ভাটের মেয়েকে৷ রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে একটি ছবিতে দেখা যায় পরিচালক অয়ন মুখোপাধ্যায়কেও৷ ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষ করেই কি রণবীর, আলিয়ার সঙ্গে অয়ন মুখোপাধ্যায় (New York) নিউ ইয়র্কে পাড়ি দেন, সে বিষয়ে জানতে চাইছেন দুই তারকার ভক্তরা৷


 




আরও পড়ুন : বছরের শুরুতে বন্ধুকে চুম্বন, ভাইরাল জনপ্রিয় অভিনেত্রীর ছবি
এদিকে ব্রক্ষ্মাস্ত্রের পর করণ জহরের তখত এবং সঞ্জয় লীলা বনশালির গাঙ্গুবাই কাঠিওয়াড়ি-তে দেখা যাবে আলিয়া ভাটকে৷ তখত-এ (Kareena Kapoor Khan) করিনা কাপুর খান এবং (Ranveer Singh) রণবীর সিংয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া৷ অন্যদিকে বনশালির গঙ্গুবাই কাঠিওয়াড়িতে আলিয়ার সঙ্গে কে থাকবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি৷
শ্যুটিংয়ের ব্যস্ত সময় থেকে ফুরসত নিয়ে কি চলতি বছরই বিয়ে সেরে ফেলবেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট! সম্প্রতি এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ তবে বি টাউনের গুঞ্জন, চলতি বছরই নাকি কাশ্মীরে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট৷