`১২ বছর বয়সেই আত্মহত্যা করতে গিয়েছিলাম`, কেন এমনটা লিখলেন আলিয়ার দিদি?
বয়স তখন মাত্র ১২। তখনই গভীর মানসিক অবসাদ তাঁকে চেপে বসেছিল। আর এই অবসাদ এতটাই ভয়ানক ছিল যে বহুবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি। সম্প্রতি ভগ ম্যাগাজিনে অবসাদ নিয়ে এমনই একটি লম্বা লেখা লিখেছেন আলিয়া ভাটের দিদি তথা মহেশ ভাট ও সোনা রাজদানের বড় মেয়ে শাহিন ভাট।
নিজস্ব প্রতিবেদন: বয়স তখন মাত্র ১২। তখনই গভীর মানসিক অবসাদ তাঁকে চেপে বসেছিল। আর এই অবসাদ এতটাই ভয়ানক ছিল যে বহুবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন তিনি। সম্প্রতি ভগ ম্যাগাজিনে অবসাদ নিয়ে এমনই একটি লম্বা লেখা লিখেছেন আলিয়া ভাটের দিদি তথা মহেশ ভাট ও সোনা রাজদানের বড় মেয়ে শাহিন ভাট।
শাহিন ভগ ম্যাগাজিনে লিখেছেন, '' আমি ১২ বছর বয়স থেকে গভীর অবসাদের মধ্যে ছিলাম। বহুবার আত্মহত্যা করতেও গেছি। ঘরের মধ্যেই মনে হত যেন বাঘের মত কিছু একটা আমায় গ্রাস করতে আসত। মনে হত ভয়ানক, অন্ধকারযুক্ত কোনও একটা ভবিষ্যৎ যেন আমার জন্য অপেক্ষা করা আছে। আমি সেই অন্ধকার ভবিষ্যৎ থেকেই পালিয়ে বাঁচতে চাইতাম। ''
আরও পড়ুন-ইচ্ছে হলেই বিয়ে করব, কারও কথা শুনব না, স্পষ্ট জানালেন আলিয়া
শাহিন জানিয়েছেন তিনি একবছর আগে সোশ্যাল সাইটেও তাঁর জীবনের ডিপ্রেশন কাটানো নিয়ে একটা লম্বা পোস্ট লিখেছেন।
প্রসঙ্গত অভিনেত্রী দীপিকা পড়ুকোনও গত ২০১৫ সালে নিজের অবসাদ নিয়ে সোশ্যাল সাইটে শেয়ার করা একটি পোস্টে অ্যান্থনি বারডেন ও কেট স্পেডের প্রসঙ্গ টেনেছিলেন।