নিজস্ব প্রতিবেদন: রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে বি-টাউনে এখন জোর গুঞ্জন। তবে সেসবকে থোড়াই কেয়ার আলিয়ার। তিনি তো বেমালুম রণবীরের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছেন। কখনও একসঙ্গে ডিনারে যেতে, কখনও বা শপিং করতে যেতে দেখা যাচ্ছে তাঁদের। তবে এতদিন রণবীর বা আলিয়া কাউকেই এবিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। কিন্তু এবার রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছেন আলিয়া নিজে।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আলিয়াকে এবিষয়ে প্রশ্ন করা হলে, 'হিন্দুস্থান টাইমস'-কে আলিয়া বলেন, ''আমি ঠিক জানি না রণবীর এসব গুজব শুনে ঠিক কী ভাবছে? আসলে আমি এবিষয়ে ওকে কখনও জিজ্ঞাসা করিনি। রণবীর আমায় পছন্দ করে ও এমনটা কখনও মনেও করেনি। এধরনের কোনও অনুভূতিই নেই আমাদের মধ্যে। ও খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান যে এই সময়টা আমি ওর সঙ্গে আছি।''


তবে রণবীরের সঙ্গে তাঁর প্রেমের বিষয়টি আলিয়া যতই গুজব বলে কাটায়, তবে তিনি যে রণবীরে মুগ্ধ সেবিষয়ে তিনি আগেও এক সাক্ষাৎকারে স্বীকার করে নিয়েছেন। এর আগে আলিয়া এক সাক্ষাৎকারে বলেন,''আমি রণবীরে মুগ্ধ। আমি ঠিক জানি না 'মুগ্ধ' শব্দটা ব্যবহার করা ঠিক হচ্ছে কিনা, তবে হ্যাঁ আমি সত্যিই মুগ্ধ। ওর মতো মানুষের ব্যবহারে আমি মুগ্ধ।ও সত্যিই অন্যরকম একজন মানুষ, যেমনটা আমি আগে কখনও দেখিনি।'' 


প্রসঙ্গত, রবিবারই রাজির স্পেশাল স্ক্রিনিংয়ে আলিয়া ও তাঁর মায়ের সঙ্গে দেখা যায় রণবীর কাপুরকেও।


অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়েও মুখ খুলেছেন আলিয়া। 'হিন্দুস্থান টাইমস'কে তিনি বলেন, '' সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মাঝে ফের ওর সঙ্গে ফের জোরা লাগার একটা গুজব শোনা যাচ্ছিল। কিন্তু ফের সম্পর্ক জোরার কোনও প্রশ্নই নেই। আমি মাঝে মাঝে নিজেই নিজেকে বলি, যে সিদ্ধার্থ নামটা সত্যিই ভালো। কারণ গৌতম বুদ্ধ-রও এই নাম ছিল। কিন্তু ওই পর্যন্তই। সিধ এর সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই। সম্পর্ক জোরা লাগার কোনও প্রশ্নই ওঠে না। ''


আরও পড়ুন-মেহেন্দি অনুষ্ঠানে হবু বরের সামনেই নাচ সোনমের