জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার দিল্লিতে তারকার হাট। রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মু এবছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে। এদিন ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের(National film Awards 2023) মঞ্চে হাজির ছিলেন আলিয়া ভাট(Alia Bhatt), কৃতি শ্যানন, অল্লু অর্জুন, ওয়াহিদা রহমান, শ্রেয়া ঘোষাল, পঙ্কজ ত্রিপাঠী সহ বলিউড ও দক্ষিণের তারকারা। তবে এদিন সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল আলিয়ার বিয়ের শাড়ি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Dev in Dakhineswar: চতুর্থীর সকালে দক্ষিণেশ্বরে দেব, সুপারস্টারকে দেখতে উপচে পড়ে ভিড়...


মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। আলিয়া ভাট ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তিনি ‘মিমি’ ছবির জন্য এই সম্মান পেয়েছেন। এদিন আলিয়ার সঙ্গে হাজির ছিলেন রণবীর কাপুরও।


প্রথমবার জাতীয় পুরস্কারের মঞ্চে বিয়ের শাড়ি পরে দেখা যায় আলিয়াকে। বলিউডের কোনও তারকাই শাড়ি বা জামা সেই অর্থে একেবারের বেশি পরেন না। সেখানে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন আলিয়া। অনেকে আবার তাঁর সমালোচনাও করেছেন। তবে এবারে সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।


আরও পড়ুন- Anirban Bhattacharya: অনির্বাণের ফ্যানেদের জন্য মনখারাপের খবর, বড় ঘোষণা অভিনেতার...


আলিয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বিশেষ দিনের জন্য এক বিশেষ পোশাক হওয়া জরুরি। আর কখনো কখনো সেই পোশাক আপনার কাছে আগে থেকেই থাকে বা পুরোনো। যেটা একবার বিশেষ হয়ে উঠে ছিল, সেটা আবার বিশেষ হয়ে উঠতেই পারে, দ্বিতীয়বারের জন্য।’


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)