Alia Bhatt, Ranbir Kapoor, Raha Kapoor, পায়েল মুখার্জী, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ২৯ বছর বয়সেই মা হয়েছেন আলিয়া। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন নায়িকার মা হওয়ার সিদ্ধান্তে চমকে গিয়েছেন অনেকেই। তবে সন্তান এবং সংসারের পাশাপাশি নিজের কেরিয়ারও সমান ভাবে সামলাচ্ছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও মাঝেমধ্যেই অপরাধবোধ ঘিরে ধরছে তাঁকে! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাহার জন্মের পর থেকে এখনও সোশ্যাল মিডিয়ায় তার কোনও ছবি প্রকাশ্যে আনেননি রণবীর কাপুর ও আলিয়া ভট্ট। লোকচক্ষুর আড়ালেই মেয়েকে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি। কিন্তু রাহাকে সামলানোর পাশাপাশি পেশাদার কমিটমেন্টগুলো পূরণের ভাবনা অনেক সময়ই উদ্বিগ্ন করে তুলছে আলিয়াকে। এর জন্য নিয়মিত থেরাপিও নিচ্ছেন তিনি। নিজেই একটি সাক্ষাৎকারে একথা জানালেন আলিয়া। পাশাপাশি অভিনেত্রী জানান, মানুষজন তাঁর সম্পর্কে কী ভাবে, এই নিয়ে সবসময়ই চিন্তাভাবনা করেন তিনি। 


আরও পড়ুন, Bhumika Chawla: ভূমিকাকে ভেবেই লেখা চিত্রনাট্য! শাহিদ-করিনার প্রেমের কারণেই বাদ পড়েছিলেন অভিনেত্রী?


সম্প্রতি একটি সাক্ষাৎকারে পাপারাৎজিদের ছবি তোলা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন আলিয়া। তিনি বললেন, 'আমার মধ্যে এখনও একটা অপরাধবোধ কাজ করে। আমি অনেক সময়ই চিন্তিত হয়ে পড়ি যে আমি কি ঠিক করছি আমার সন্তানের সঙ্গে কিংবা আমার কাজটা ঠিকভাবে করতে পারছি কী? মেয়েদের উপর বিরাট চাপ থাকে…মানে পুরোনো যে ধারণা রয়েছে যে মা হওয়ার পর তোমাকে নিজের কেরিয়ার বিসর্জন দিতে হবে না হলে তুমি আদর্শ মা নয়। আসলে নতুন মায়েদের সময় দেওয়া উচিত জীবনের নতুন শুরুর সঙ্গে মানিয়ে নেওয়ার। প্রত্যেক ইন্ডাস্ট্রির উচিত সেই সময়টা কোনও নতুন মাকে দেওয়া, তাদেরকে ছেঁটে ফেলা উচিত নয়।'


আলিয়া আরও বললেন, 'আমি আর রণবীর এই বিষয়ে ভীষণ পরিষ্কার যে আমরা কবে রাহার মুখ প্রকাশ্যে আনব। ইচ্ছাকৃতভাবেই ওকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে রেখেছি আমরা। রাহা এখন ভীষণ ছোট, ছবি দেওয়া তো দূরের কথা, ওর বিষয়ে বেশি কথা প্রকাশ্যে বলতেও রাজি নই আমরা।' 


আরও পড়ুন, Saptarshi Maulik| Sohini Sengupta: ‘মৃত্যুর মুখ থেকে ফিরলাম...’ মা ফ্লাইওভারে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সপ্তর্ষি-সোহিনী... 


ছোট্ট রাহার মা আরও জানালেন, ‘আমি সবর্দা ভাবি লোকে আমাকে নিয়ে কী বলেছে! তাঁরা কি সত্যি ভাবে যে আমি দুটো ভালোভাবে ম্যানেজ করতে পারছি নাকি শুধু আমাকে খুশি করতেই বলছে যে আমি দুদিক সামলাতে পারছি। হয়তো আমি নিজেকে জাজ করতে চাইছি না, তা সত্ত্বেও নিজের এই আত্মসমালোচনাগুলো করতে বাধ্য’। আলিয়া একথাও জানান যে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন তিনি। তাই নিজের এইসব ভয় এবং চিন্তা নিয়ে প্রতি সপ্তাহে মনোবিদের কাছে হাজির হন তিনি। রাহার জন্মের পর আলিয়া বুঝতে পেরেছেন যে একদিনে এই বিষয়গুলো বুঝে ওঠা অসম্ভব। সময়ের সঙ্গে সঙ্গে এইসব বিষয়ে উপলব্ধি বাড়বে তাঁর। প্রতিদিন নিজেকে ভাঙতে হবে, সেই টুকরোগুলো জুড়ে একটা নতুন সত্ত্বাকে গড়তে হবে। এটাই মাতৃত্বের একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন আলিয়া। 


প্রসঙ্গত, ২০২২ সালের এপ্রিলে রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। সেই বছরেরই নভেম্বরের শুরুতে তাঁদের জীবনে আসে ছোট্ট রাহা। আলিয়াকে শেষ দেখা গিয়েছে সুপারহিট ছবি ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’তে। এবার হলিউডে ডেবিউ করছেন আলিয়া। শীঘ্রই মুক্তি পাবে তাঁর সেই ছবি ‘হার্ট অফ স্টোন’। অপরদিকে বলিউডে আলিয়ার আগামী রিলিজ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’।


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)