`কাছাকাছি` এলেন ঋত্বিক-করিনা?
ওয়েব ডেস্ক : আম্বানিদের পার্টিতে এবার তাঁদের দেখা গেল এক ছাদের নীচে। তাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম জল্পনা হলেও, শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। কিন্তু, তা সত্ত্বেও ব্রেক আপের পর এবার ফের একসঙ্গে দেখা গিল ঋত্বিক রোশন এবং করিনা কাপুর খানকে। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ঋত্বিকের সম্পর্ক নিয়ে যখন একের পর এক জল্পনা প্রকাশ্যে আসছে, সেই সময় ফের রোশন পরিবারের ছেলের সঙ্গে করিনার সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
আম্বানিদের পার্টিতে হৃত্বিকের সঙ্গে করিনার দেখা হলে, একে অপরের সঙ্গে কথা বলেন। এমনকী, কেমন আছেন বলেও একে অপরকে প্রশ্ন করেন। বলিউডের জনপ্রিয় এক্স ফ্লেম যখন কাছে এলেন, এবং তাঁদের মধ্যে যে কথা হল, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
পিঙ্কভিলার খবর অনুযায়ী, ঋত্বিকের দুই ছেলে কেমন আছে, সে বিষয়ে খোঁজ নেন করিনা। পাশাপাশি করিনার ছেলে তৈমুর কেম আছে, সে বিষয়েও খোঁজ নেন বেবো বেগম।