নিজস্ব প্রতিবেদন- মঙ্গলবার সকালেই জানা যায়, করোনার ভয়াল ঢেউ এবার আছড়ে পড়ল টলিউডেও। আক্রান্ত হলেন সুপারস্টার জিৎ। নিজের টুইটার হ্যান্ডেলে সেকথা সকলকে জানান অভিনেতা। তাতেই উত্তর দিলেন দেব। লিখলেন, ‘দ্রুত সেরে ওঠো ফাইটার। জানি, তোমার হয়ত প্রয়োজন হবে না, কিন্তু আমি আছি. যে কোন প্রয়োজনে মাত্র একটা ফোন কল দূরে’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেবের এই বার্তায় মুগ্ধ দুই তারকার ফ্যানেরাই। বাংলা ছবির জগতে তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবেই জানেন সকলে। তাঁদের অনস্ক্রিন বৈরিতা বক্স অফিসে বহুবার জোয়ার এনেছে। বাস্তব জীবনেও য়ে দুজন দুজনের খুব ঘনিষ্ঠ বন্ধু এমনটাও নয়। তবে বরাবরই শ্রদ্ধা আর সম্মানের সম্পর্ক দুজনের মধ্যে। সেই সৌজন্য ধরেই জিৎ অসুস্থ শুনেই পাশে থাকার বার্তা দেবের।


আরও পড়ুন: সারেগামাপা বিতর্ক, ট্রোলারদের সপাটে জয়ের ‘ঘুষ’ উত্তর


আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে আছেন জিৎ। গতমাসে কলকাতার এর বেসরকারি হাসপাতালে করোনার প্রথম টিকা নেন টলিউডের ‘বস’। তাতেও সংক্রমণ ঠেকানো যায়নি। গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের কোভিড টেস্ট করতে আবেদন জানিয়েছেন জিৎ। কো-স্টার জিৎকে শুভেচ্ছা জনালেও প্রাক্তন প্রেমিকা শুভশ্রী, য়িনিও আজই করোনা আক্রান্ত হয়েছেন, তাঁকে অবশ্য কোনও বার্তা দেন নি দেব।