Amartya Sen : `বঙ্গবিভূষণ`-এ অমর্ত্যর `না`, উদারতা নাকি প্রত্যাখ্যান?
`বঙ্গবিভূষণ` সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন (Amartya Sen)। জীবনে অনেক সম্মান পেয়েছেন। তিনি চান এই সম্মান অন্য কাউকে দেওয়া হোক। এমনটাই জানিয়েছেন অমর্ত্য সেনের মেয়ে অন্তরা দেব সেন (Antara Dev Sen)। Zee ২৪ ঘণ্টাকে ফোনে অন্তরা দেব সেন বলেন, `রাজ্য সরকারের তরফে আগেই অমর্ত্য সেনকে একথা জানানো হয়েছিল, উনি সেসময়ই জানিয়ে দিয়েছিলেন, উনি জুলাই মাসে থাকবেন না এবং এই পুরস্কার তিনি গ্রহণ করতে পারবেন না।` অন্তরা দেব সেন জানান, `উনি জীবনে অনেক পুরস্কার এবং সম্মান পেয়েছেন, এখন এই সম্মানগুলি অন্যদের কাছে যাক, সেটাই তিনি চাইছেন।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : 'বঙ্গবিভূষণ' সম্মান নিচ্ছেন না অমর্ত্য সেন (Amartya Sen)। জীবনে অনেক সম্মান পেয়েছেন। তিনি চান এই সম্মান অন্য কাউকে দেওয়া হোক। এমনটাই জানিয়েছেন অমর্ত্য সেনের মেয়ে অন্তরা দেব সেন (Antara Dev Sen)। Zee ২৪ ঘণ্টাকে ফোনে অন্তরা দেব সেন বলেন, 'রাজ্য সরকারের তরফে আগেই অমর্ত্য সেনকে একথা জানানো হয়েছিল, উনি সেসময়ই জানিয়ে দিয়েছিলেন, উনি জুলাই মাসে থাকবেন না এবং এই পুরস্কার তিনি গ্রহণ করতে পারবেন না।'
অন্তরা দেব সেন জানান, 'উনি জীবনে অনেক পুরস্কার এবং সম্মান পেয়েছেন, এখন এই সম্মানগুলি অন্যদের কাছে যাক, সেটাই তিনি চাইছেন।'
অমর্ত্য সেনের এই সম্মান না নেওয়াটা প্রত্যাখ্যান হিসাবেই দেখছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। তিনি বলেন, 'যিনি প্রত্যাখ্যান করেছেন, তিনি তো একটা অজুহাত দিয়েছেন। উনি না নিলে এই সম্মান অন্যদের কাছে যাবে, সেটা হতেই পারে। তবে আমার মনে হয় চারপাশে যে ঘটনা ঘটছে, তার একটা প্রচ্ছন্ন প্রতিক্রিয়ায় ওঁর মধ্যে রয়েছে। এই সময় এই সরকারের কাছ থেকে এই সম্মান নেওয়াটা যথেষ্ঠ সম্মানজনক হবে বলে মনে হয় না। এমন ধারণা আমাদের মতো সাধারণের মনে তৈরি হতেই পারে।'
কবি জয় গোস্বামী বলেন, 'আমি এটাকে অমর্ত্য সেনের উদারতা হিসাবেই দেখছি। সাধারণত যত বয়স বাড়ে খ্যাতিমান ব্যক্তিরা ততই সম্মানের দিকে অগ্রসর হন। পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মানুষের তৃপ্তি কখনও আসে না। এটা খুব কম ক্ষেত্রেই দেখা যায়, যিনি বলছেন, আমার চাইতে বয়সে যিনি ছোট, যাঁরা নবীন তাঁদেরকে এই সম্মানটা দেওয়া হোক। এটা আমি মহানুভবতা এবং উদারতা হিসাবেই দেখছি। এটকে প্রত্যাখ্যান হিসাবে দেখছি না। এই মহানুভবতা আরও শিল্পীদের মধ্যে আসা উচিত বলে আমার মনে হয়। ''