নিজস্ব প্রতিবেদন: ভারতীয় সিনেমার সব থেকে বড় পোস্টার লঞ্চ করে আগেই তাক লাগিয়ে দিয়েছিল শ্রী ভেঙ্কটশ ফিল্মস। এবার আমাজন অভিযান-এর ট্রেলার লঞ্চ করে ভারতের সব থেকে বাণিজ্যিক সফল ছবি বাহুবলী-কে টেক্কা দিল এসভিএফ। এই ট্রেলারে আমাজনের গভীর জঙ্গলের মন মাতানো টুকরো টুকরো দৃশ্য তো রইয়েছে সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ঝলকও। ভিএফএক্স-এ আমাজনের প্যানথার থেকে পাইথন, যেভাবে ট্রেলারে ফুটে উঠছে তা এককথায় অনবদ্য। হলিউড, বলিউড, কলিউডে এই ধরনের কাজ আগে হলেও বাংলায় এমন আত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ প্রথম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পূর্ব ঘোষণা মতই ১ ডিসেম্বর আমাজন অভিযানের ট্রেলার লঞ্চ করল এসভিএফ। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দেব। চাঁদের পাহাড়-এর পর পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন দেব। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।


আরও পড়ুন- অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে ৫০টি অস্ত্রোপচার, কিশোরীর কী হাল দেখুন...


আমাজন অভিযান-এর ট্রেলর দেখে মুগ্ধ টলি দুনিয়া। টুইটে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, "ক্রিসমাসের সবথেকে বড় উপহার।"