পর্দায় জীবন্ত সব জন্তুর গর্জন, মুক্তি পেল আমাজন অভিযান-এর ট্রেলার
আমাজন অভিযান-এর ট্রেলর দেখে মুগ্ধ টলি দুনিয়া। টুইটে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, `ক্রিসমাসের সবথেকে বড় উপহার।`
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় সিনেমার সব থেকে বড় পোস্টার লঞ্চ করে আগেই তাক লাগিয়ে দিয়েছিল শ্রী ভেঙ্কটশ ফিল্মস। এবার আমাজন অভিযান-এর ট্রেলার লঞ্চ করে ভারতের সব থেকে বাণিজ্যিক সফল ছবি বাহুবলী-কে টেক্কা দিল এসভিএফ। এই ট্রেলারে আমাজনের গভীর জঙ্গলের মন মাতানো টুকরো টুকরো দৃশ্য তো রইয়েছে সঙ্গে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ঝলকও। ভিএফএক্স-এ আমাজনের প্যানথার থেকে পাইথন, যেভাবে ট্রেলারে ফুটে উঠছে তা এককথায় অনবদ্য। হলিউড, বলিউড, কলিউডে এই ধরনের কাজ আগে হলেও বাংলায় এমন আত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ প্রথম।
পূর্ব ঘোষণা মতই ১ ডিসেম্বর আমাজন অভিযানের ট্রেলার লঞ্চ করল এসভিএফ। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দেব। চাঁদের পাহাড়-এর পর পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতেও নিজের অভিনয়দক্ষতার পরিচয় দিয়েছেন দেব। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন- অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে ৫০টি অস্ত্রোপচার, কিশোরীর কী হাল দেখুন...
আমাজন অভিযান-এর ট্রেলর দেখে মুগ্ধ টলি দুনিয়া। টুইটে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, "ক্রিসমাসের সবথেকে বড় উপহার।"