নিজস্ব প্রতিবেদন : বাংলা চলচ্চিত্র দুনিয়ায় নতুন ইতিহাস তৈরি করল কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'আমাজন অভিযান'। এই প্রথমবার মোট ৬টি ভাষায় মুক্তি পেল কোনও বাংলা ছবির ট্রেলার। শুক্রবার সকাল ১১টায় বাংলা ছাড়াও হিন্দি, ওডিয়া, তামিল, তেলুগু, ইংরাজি ভাষায় মুক্তি পায় 'আমাজন অভিযান'-এর ট্রেলার। অনেকেই বলছেন, বাংলা ছবির ইতিহাসে দিগন্ত তৈরি করল এই কীর্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে মোট ৬টি ভাষায় মুক্তি পেয়ে রেকর্ড গড়েছিল রাজামৌলির বাহুবলী। 'দঙ্গল' মুক্তি পেয়েছিল ৪টি ভাষায়।  তবে বাংলা ছবির ইতিহাসে এমনটা প্রথম। 





২০১৩ সালে মুক্তি পাওয়া বাংলা ছবি 'চাঁদের পাহাড়'-এর সিক্যুয়াল এটি। বিভূতিভূষণ গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় 'শঙ্কর' দেব-এর অভিযানের ট্রেলার পরতে পরতে রোমাঞ্চ জাগাচ্ছে, যা দেখে উচ্ছ্বাসিত টুইটার।  ট্রেলার দেখে প্রশংসায় ভরিয়ে দিল বাংলা সিনেমা জগতের কলা-কুশলীরাও।


আরও পড়ুন- অপেক্ষা শেষ, আগামী সপ্তাহেই নন্দনে দেখানো হবে 'সহজ পাঠের গপ্পো'










আরও পড়ুন- পর্দায় জীবন্ত সব জন্তুর গর্জন, মুক্তি পেল আমাজন অভিযান-এর ট্রেলার