নিজস্ব প্রতিবেদন : ২৭ জুন, রবিবার ছিল রাহুল দেব বর্মনের (R.D Burman) জন্মদিন। সঙ্গীতশিল্পীর ৮২ তম জন্মদিনে অমিত কুমারের (Amit Kumar) অফিসিয়াল ফেসবুক পেজে উঠে এল পুরনো স্মৃতি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমিত কুমারের (Amit Kumar) শেয়ার করা ছবিটি ১৯৯০ সালে কিশোর কুমারের বাংলো 'গৌরীকুন্জ'-এ তোলা। অমিত কুমার লিখেছেন,  ''১৫ এপ্রিল ছোটো ভাই সুমিতের জন্মদিন উপলক্ষে এই ছবি তোলা হয়। আমি সেদিন 'দুই কিশোর' অ্যালবাম থেকে গান শুনিয়েছিলাম। বিশেষ করে সুমিত, ওর বয়স তখন ১০, ও গানের কথা মুখস্থ করে সুন্দর ভাবে উপস্থাপন করেছিল। গান শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন আর ডি বর্মন (Amit Kumar)। আমাদের আশীর্বাদ করেছিলেন।'' 


আরও পড়ুন-RD Burman-র সুরে বৃষ্টি ভেজা শহরের প্রেমে পড়লেন Abir



ইনস্টাগ্রামে অমিত কুমার (Amit Kumar)  যে ছবিটি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে মধ্যমণি হয়ে চেয়ারে বসে আছেন 'পঞ্চমদা', তাঁর গলা জড়িয়ে ধরে ছোট্ট সুমিত, এক পাশে লীনা চন্দ্রভারকর গঙ্গোপাধ্যায় এবং অন্য পাশে অমিত কুমার স্বয়ং।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)