ওয়েব ডেস্ক: অসহিষ্ণুতা বিতর্কের পর আমির খানের সঙ্গে আর 'ইনক্রেডিবল ইন্ডিয়া'-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে চুক্তি বাড়াতে রাজি হয়নি কেন্দ্রীয় সরকার। আর তাই আমিরের বদলে নতুন কোনও বড় সেলেব্রিটিকে 'ইনক্রেডিবল ইন্ডিয়া'-র  মুখ হিসেবে তুলে ধরতে চেয়েছিল সরকার।


আমিরের পরিবর্তে অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়াকে দেশের প্রচারের মুখ হিসেবে আনল কেন্দ্র। আমিরকে বাদ দিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে। আর তার ড্যামেজ কন্ট্রোলে নেমে বড় কোনও মুখকে আনতে চেয়েছিল কেন্দ্র। অসহিষ্ণুতা ইস্যুতে দেশ ছাড়ার কথা বলার পরই 'ইনক্রেডিবল ইন্ডিয়া'-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আমিরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।