জানেন ‘জগ্গা জাসুস’ দেখে কী বললেন অমিতাভ বচ্চন?
ওয়েব ডেস্ক: অবশেষে মুক্তি পেয়েছে অনুরাগ বাসু পরিচালিত রণবীর কাপুর , ক্যাটরিনা কাইফ , শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত বহু প্রতীক্ষিত ছবি জগ্গা জাসুস । বলিউডের বিগেস্ট সুপারস্টার অমিতাভ বচ্চন দেখলেন ছবিটি। শুধু তাই নয়, ছবিটি তাঁর কেমন লেগেছে, তাও টুইট করে জানালেন।
জগ্গা জাসুস দেখার পর বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন টুইটারে লেখেন, ‘Just Saw 'Jagga Jasoos' couldn't resist telling Anurag what a delightful, innovative, well executed film it was; a joy to watch’.. তাহলে বুঝতেই পারছেন, অমিতাভ বচ্চন যখন ছবিটি দেখে এমন সার্টিফিকেট দিচ্ছেন, তাহলে কেমন হয়েছে অনুরাগ বাসুর জগ্গা জাসুস । অমিতাভের এই টুইটের পর আশা করা যাচ্ছে আরও বেশি সংখ্যক দর্শক জগ্গা জাসুস দেখতে হলমুখী হবেন।