রণবীর সিংয়ের ওপর চটলেন বিগ বি
ওয়েব ডেস্ক: সোনম কাপুরের পর এবার রণবীর সিংয়ের ওপর চটলেন বিগ বি। সোনমের মতোই একই ভুল করে ফেলেছেন রণবীর সিং। জন্মদিনে অমিতাভ বচ্চনের শুভেচ্ছার কোন উত্তর এখনও পর্যন্ত না দেওয়ার ফলেই খানিক ক্ষুদ্ধ অমিতাভ বচ্চন যা টুইট করে নিজেই জানিয়েছেন রণবীরকে। পরে অবশ্য নিজস্ব স্টাইলে গোটা ব্যাপারটা আয়ত্ব করার চেষ্টা করেছেন রণবীর। আরও পড়ুন- নিজের ৩২তম জন্মদিনে নিজেকেই গাড়ি গিফট করলেন রণবীর সিং