জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি বিশ্ববিদ্যালয়ের(Delhi University) কিরোরি মাল কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হয়েছেন বলিউডের লিভিং লেজেন্ড অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। ১৯৬২ সালে তিনি বি.এসসি ডিগ্রি নিয়ে স্নাতক হন তিনি। কিন্তু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করাটা সুপারস্টারের পছন্দের চেয়ে বেশি বাধ্যবাধকতা ছিল, সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির(Kaun Banega Crorepati) মঞ্চে এই কথা স্বীকার করেন বিগ বি(Big B)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৫'-এর একটি এপিসোডে সিনিয়র বচ্চন জানিয়েছিলেন, তিনি বিএসসি করেছিলেন কারণ তিনি কোথাও ভর্তির সুযোগ পাননি। এমনকী তিনি তাঁর স্নাতকের জন্য সাইকেলে চড়ে দিল্লি থেকে চণ্ডীগড়ে চলে যান কিন্তু সেখানেও কোন কাজ হয়নি।


আরও পড়ুন- Badshah-Mrunal Dating: ম্রুণালের প্রেমে মশগুল বাদশা! ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন জনপ্রিয় ব়্যাপার...


কৌন বনেগা ক্রোড়পতির প্রতিযোগী শেখ আজমতের সঙ্গে কথা বলার সময় বিগ বি বলেন, আমি ভর্তি হতে পারছিলাম না। একজন আমাকে বলল, আমি চণ্ডীগড়ে অ্যাডমিশন পেতে পারি। তাই সাইকেলে চেপে চণ্ডীগড় চলে গিয়েছিলাম। পরে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দিল্লিতে ভর্তি হলাম। আমি বিজ্ঞান নিয়েছি এবং প্রথম লেকচারই আমার বোঝার জন্য যথেষ্ট ছিল যে এটি আমার বোঝার উর্ধ্বে।


অভিনেতা আরও জানান, পরীক্ষায় পাশ করার জন্য গাইড বই নিয়ে টানাটানি শুরু করতেন। তিনি বলেন, গাইড বই ছিনিয়েই আমি তিন বছর বেঁচে ছিলাম এবং বিএসসি ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েট হয়েছিলাম। এর আগে এক অনুষ্ঠানে অভিনেতা জানিয়েছিলেন, তিনি একবার ফিজিক্স পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন।


আরও পড়ুন- Euphoria-Fossils: কলকাতায় এক মঞ্চে ইউফোরিয়া-ফসিলস, সঙ্গে বাংলাদেশের শিল্পীরাও, অবিশ্বাস্য টিকিটের দাম!


এরপর বিএসসিতে পড়ার সময়ের 'ভীতি'র কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এটা সহজ ছিল না। ভুল সাবজেক্ট নিয়েছিলাম। কোনওমতে তিন বছর সহ্য করেছি। দু'মাসের মধ্যে সব উত্তর গুছিয়ে নিতাম। প্রথমে ফিজিক্সের পরীক্ষায়ও ফেল করেছিলাম। তারপর আমি আবার পরীক্ষায় বসলাম এবং পাস করলাম।


অভিনেতা হওয়ার আগে কলকাতার কাছে একটি মাইনিং কোম্পানিতে কাজ করতেন অমিতাভ বচ্চন। ১৯৬৯ সালে তিনি মুম্বইয়ে চলে আসেন এবং চলচ্চিত্রে কাজ শুরু করেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি সফলভাবে দর্শকদের আনন্দ দিয়ে আসছেন অমিতাভ। সেই ধারা এখনও অব্যাহত।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)