নিজস্ব প্রতিবেদন:  তাঁকে কিংবা ভাই ইব্রাহিমকে নয়, মা অমৃতা সিং সবথেকে বেশি ভালোবাসে তাঁর আরেক সন্তান ফ্লাফি সিংকে। সম্প্রতি মা অমৃতা সম্পর্কে এমনই কথা প্রকাশ্যে এনেছেন সারা আলি খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কে এই ফ্লাফি সিং যাকে চোখে হারান অমৃতা?


আসলে ফ্লাফি হল অমৃতার আদরের পোষ্য। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফ্লাফির ছবি শেয়ার করে নিজেই তার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন সারা। ছবিতে দেখা যাচ্ছে অমৃতা, সারা ও ইব্রাহিমের নাম লেখা কুশনের মাঝে আয়েশ করে বসে রয়েছে ফ্লাফি সিং। 


আরও পড়ুন-পাকিস্তানের গান থেকে সুর 'চুরি' করেছে বলিউড, অভিযোগ পাক অভিনেত্রী মেহবিশ হায়াতের



,মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিমই ছাড়াও করিনা-সইফ-তৈমুরের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক সারা আলি খানের। এদিকে অমৃতার সঙ্গে তো প্রায়ই ছবি তুলতে দেখা যায় সারাকে। নেটিজেনদের কথায়, মেয়েও হয়েছে মায়ের মতোই। কিন্তু জানেন কি সারা বা ইব্রাহিম কেউই অমৃতার প্রিয় নন। তাঁর প্রিয় সন্তান অন্য কেউ! সারা নিজেই জানিয়েছেন এই তথ্য। তাঁর মায়ের প্রিয় সন্তান নাকি 'ফ্লাফি সিং'। তাহলেই ভাবুন!


প্রসঙ্গত, এই মুহূর্তে বরুণ ধাওয়ানের বিপরীতে 'কুলি নম্বর ১' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন সারা। এছাড়াও তাঁকে দেখা যাবে ইমতিয়াজ আলি পরিচালিত 'আজ কাল' ছবিতে। তাঁর বিপরীতে রয়েছেন কার্তিক আরিয়ান।


আরও পড়ুন-কাশ্মীরের শেষ হিন্দু সম্রাজ্ঞী কোটারানি এবার সিনেমার পর্দায়