নিজস্ব প্রতিবেদন : ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’-তে এবার দেখা যাবে অনন্যা পান্ডে-কে। অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যাকে এবার দেখা যাবে করণ জহরের সিনেমায়। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে অনন্যা পান্ডের ছবি শেয়ার করেন করণ। এবং সেখানেই জানান, এবার ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েলে দেখা যাবে চাঙ্কি পান্ডের মেয়েকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : সলমনের পাশে দাঁড়ানোয় হুমকি, অভিনেত্রীকে অশ্লীল মেসেজ বিষ্ণোইদের!


অনন্যা পান্ডের মেয়ের বিপরীতে দেখা যাবে টাইগার শ্রফকে। ‘বাগি টু’-এর পর এবার ফের বক্স অফিসে আবার দেখা যাবে টাইগার-এর ধামাকা। টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধেই এবার স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর সিক্যুয়েলে দেখা যাবে অনন্যাকে।


আরও পড়ুন : দীপিকার সঙ্গে ধোনির নাচ, ভাইরাল ভিডিও


করণ জহরের 'ম্যাজিক্যাল' সিনেমায় এবার কোন নতুন মুখকে দেখা যাবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়। কখনও সারা আলি খান আবার কখনও জাহ্নবী কাপুর, বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম শোনা যায় স্টুডেন্ট ফ দ্য ইয়ার-এর সিক্যুয়েলের জন্য। কিন্তু, শেষ পর্যন্ত সবাইকে পিছনে ফেলে এবার কেজো-র সিনেমায় দেখা যাবে অনন্যাকে।


 



প্রসঙ্গত স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এ দেখা গিয়েছিল বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাটকে। করণের সিনেমা দিয়েই ওই ৩ জন বলিউডে ডেবিউ করেন। আর এবার অনন্যার পালা।