নিজস্ব প্রতিবেদন: সালটা ২০১৬, একে অপরের থেকে আলাদা হয়ে যান অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট (Angelina Jolie-Brad Pitt) সম্প্রতি বিবাহ-বিচ্ছেদের মামলায় আদালতে নতুন নথি জমা দিলেন অ্যাঞ্জেলিনা (Angelina Jolie)। যেখানে ব্র্যাড পিটের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁর দাবি, তিনি নিজের অভিযোগের ভিত্তিতে যথেষ্ট তথ্য-প্রমাণ জমা দিতে পারবেন। অ্যাঞ্জেলিনা-র জমা দেওয়া নথি বলছে, তারকা দম্পতির সন্তানরাও গার্হস্থ্য হিংসার বিষয়ে আদালতে সাক্ষী দিতে রাজি হয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, ২০০৪ সালে 'মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ' ছবিতে কাজ করতে গিয়ে অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের আলাপ হয়। বহু বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৪ সালে বিয়ে করেন দুই হলিউড তারকা। তবে বিয়ের ২ বছরের মাথাতেই একে অপরের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন তারকা দম্পতি। যদিও তাঁদের আইনত বিচ্ছেদ হয়নি। তারকা দম্পতির ৬ সন্তান রয়েছে। মার্কিন সংবাদপত্র সূত্রে খবর অ্যাঞ্জেলিনা-ব্র্যাডের সন্তানরাও বাবা-মায়ের সম্পর্কের তিক্ততা ও গার্হস্থ্য হিংসার বিষয়ে আদালতে মুখ খুলতে রাজি হয়েছেন। 


প্রসঙ্গত, গত ৪ বছরে ব্র্যাড পিটের (Brad Pitt) বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন অ্যাঞ্জেলিনা। যদিও তার কোনওটাই এখনও প্রমাণিত নয়। ব্র্যাড-কে আঘাত করতে অভিনেত্রী তাঁর সন্তানদেরও ব্যবহার করছেন বলেও অভিযোগ রয়েছে।