নিজস্ব প্রতিবেদন: ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর এখন কেমন আছেন সোনম কাপুর? সম্প্রতি সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরে অনিল কাপুর কি বললেন জানেন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ক্যামেরার সামনে এক নাগাড়ে চুম্বন, ভাইরাল রাজ-শিল্পার ভিডিয়ো
সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে অনিল কাপুর বলেন, বিয়ের পর সোনম আর তাঁর ছোট্ট মেয়ে আর নেই। সোনম এখন পুরোপুরি পালটে গিয়েছেন। লন্ডনে নিজের বাড়িতে রান্না করছেন সোনম। যদিও অনিলক কাপুর এখনও পর্যন্ত মেয়ের হাতের রান্না খেয়ে দেখেননি। কিন্তু তিনি শুনেছেন, সোনম নাকি বেশ ভালই রান্না করেন। পাশাপাশি আনন্দ আহুজার সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে বন্ধুর মতো বলেও জানান অনিল কাপুর।


আরও পড়ুন : 'কোন পোশাক পরে মন্দিরে যেতে হয়, শেখোনি?' আক্রমণের মুখে অজয় দেবগণের মেয়ে
এদিকে দ্য জোয়া ফ্যাক্টর মুক্তি পাওয়ার পর সোনম কাপুরের হাতে আর কী সিনেমা রয়েছে, সে বিষয়ে পাওয়া যায়নি কোনও খবর। তবে বিয়ের পর একহাতে কেরিয়ার অন্যদিকে সংসার সামলাতে ব্যস্ত সোনম কাপুর।
অন্যদিকে সবে সবে মুক্তি পেয়েছে পাগলপান্থি। এই সিনেমায় জন আব্রাহাম, ইলিয়ানা ডিক্রজ এবং ঊর্বশী রউতেলার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন অনিল কাপুর। পাগলপন্থির প্রমোশনের জন্য সলমন খানের বিগ বসেও হাজির হন অনিল। যেখানে অনিল কাপুরের ভূয়ষী প্রশংসা করেন সলমন খান।