নিজস্ব প্রতিবেদন: মঞ্চের দাপুটে অভিনেতা বড় পর্দায় পা রাখার পরই জনপ্রিয়তার শির্ষে পৌঁছেছিলেন। স্টারডামের পিছনে না ছুটে অভিনেতা হিসেবে নিজেকে উন্নিত করেছেন দিনে দিনে। প্রথম ছবিতেই হয়ে ওঠেন বহু তরুণীর ক্রাশ। যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস হোক বা কলেজের বেঞ্চে আড্ডা, বিশেষ করে জেন ওয়াইদের হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সিনেমাপ্রেমী সব বয়সের দর্শককেই নিজের ফ্যানক্লাবের সদস্য করে নিেতে খুব বেশি দিন লাগেনি তাঁর। চুটিয়ে অভিনয় করেছেন নায়ক, পরিচালকের প্রশংসাও কুড়িয়েছেন সমান তালে। এবার অভিনয়ের পাশাপাশি পরিচালনায় হাত পাকাচ্ছেন নায়ক। এর আগে নাটক পরিচালনা করলেও এই প্রথম ওয়েব সিরিজ মন্দার’ (Mandaar) পরিচালনা করলেন অনির্বাণ (Anirban Bhattacharya)।



শেক্সপিয়রের অত্যন্ত জনপ্রিয় ‘ম্যাকবেথ’ এবার ওয়েব সিরিজে তুলে ধরলেন অনির্বাণ। সিরিজের নাম মন্দার। যেখানে লেডি ম্যাকবেথের চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। অভিনেতা থেকে পরিচালকের জার্নিটা সহজ ছিল না, বরং বেশ চ্যালেঞ্জিং ছিল। ডিরেক্টরস অ্যাক্টর হওয়ায়, অভিনয় করার অভিজ্ঞতা বেশ কাজে লেগেছে এই সিরিজ তৈরির ক্ষেত্রে। ট্রেলারের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই খুশি ফ্য়ানেরা। তবে সামান্য় অভিযোগও রয়েছে,  অনির্বাণ-সোহিনী জুটিকে পর্দায় দেখতে পাবেন না তাঁরা। সোহিনীর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন অভিনেতা, ট্রেলারেই যা স্পষ্ট। আটটি এপিসোডের সিরিজে মঞ্চের দাপুটে অভিনেতাদের দিয়ে কাজ করিয়েছেন তিনি। 



পরিচালনার স্বার্থেই ছোট একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণকে। পরিচালনায় যাতে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন তাই এই সিরিজে বড় কোনও চরিত্রে পাওয়া যাবে না তাঁকে। হইচইয়ের প্রথম ওয়ার্ল্ড ক্লাসিক ওয়েব সিরিজ, যেখানে পরতে পরতে লুকিয়ে রহস্য়, প্রেম, যৌনতা, প্রতিশোধের নেশা।



১৯ নভেম্বর থেকে হইচই (hoichoi) প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের অনির্বাণের ফ্যানদের পাশপাশি সম্পূর্ণ ইন্ডাস্ট্রি মুখিয়ে আছে তাঁর প্রথম পরিচালিত ছবি দেখার জন্য। পরিচালকেরা নিজেদের ক্লাবে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনির্বাণকে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)