সুশান্তের বাবাকে `পাপা` বলে সম্বোধন, অঙ্কিতা বললেন, ``ওর পরিবারের যত্ন নেওয়া আমার কর্তব্য``
সুশান্তের বাবাকে `পাপা` বলেই সম্বোধন করতে শোনা গেল অঙ্কিতাকে।
নিজস্ব প্রতিবেদন: সুশান্তের মৃত্যুর পর থেকে অঙ্কিতা কেন চুপ হয়ে গিয়েছেন? কেন কিছু বলছেন না? এনিয়ে অনুরাগীদের প্রশ্নের শেষ ছিল না। তবে অবশেষে মৌনতা ভেঙে প্রকাশ্যেই মুখ খুলেছেন অঙ্কিতা লোখান্ডে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্ত, অর্থাৎ তাঁর একসময়ের ভালোবাসার মানুষকে নিয়ে অনেক কথাই বলেছেন অভিনেত্রী। যেখানে সুশান্তের বাবাকে 'পাপা' বলেই সম্বোধন করতে শোনা গেল অঙ্কিতাকে।
সুশান্তের মৃত্যুর পর তাঁকে শেষবারের মতো দেখতে অঙ্কিতা যে সেখানে হাজির হয়েছিলেন, সেটা সবাই দেখেছেন। অঙ্কিতা সুশান্তের শোকাহত পরিবারের সঙ্গে দেখাও করেছিলেন বলেও শোনা গিয়েছিল, তবে অভিনেত্রী নিজের মুখে কখনওই কিছুই জানাননি। খুব স্বাভাবিকভাবেই জানানোর মত পরিস্থিতিতেও তিনি ছিলেন না। তবে এবার নিজের মুখেই সবকথা জানিয়েছেন অঙ্কিতা। সর্বভারতীয় সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিতা বলেন, ''আমি ঠিকই করে নিয়েছিলাম আমি ওর শেষকৃত্যে উপস্থিত থাকতে পারবো না। তবে ওর পরিবারের সঙ্গে দেখা করেছিলাম। নিশ্চিত হতে চেয়েছিলাম, সুশান্তের বাড়ির লোকজন ঠিক আছেন তো? যে চলে গেছে, সে তো গেছেই, তবে পাপা সেখানে এখনও রয়েছেন। তাঁর বোনেরা সেখানে রয়েছেন। আমার ওনাদের পাশে দাঁড়ানো কর্তব্য। ওনারা খুব খারাপ পরিস্থিতিতে ছিলেন, খুব খারাপ।''
আরও পড়ুন-''ঘুম ভাঙতেই অপ্রত্যাশিত ফোন, মৃৃত্যুর খবর শুনেই মনে হল আমি শেষ'', বললেন অঙ্কিতা
ছবিতে সুশান্ত ও তাঁর দিদি-জামাইবাবুর সঙ্গে অঙ্কিতা : ফাইল ছবি
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর একমাত্র অঙ্কিতাকে নিয়েই কথা বলেছিলেন সুশান্তের বাবা। তাঁর কথায়, তাঁরা শধুমাত্র অঙ্কিতার সম্পর্কেই ভালোভাবে জানেন, কারণ, অঙ্কিতা প্রায়ই তাঁদের সঙ্গে দেখা করতে পাটনায় আসতেন। তবে অঙ্কিতা সুশান্তের বিচ্ছেদ নিয়ে কে কে সিং রাজপুতের বক্তব্য ছিল, ''এটা হওয়ার ছিল বলেই হয়ত হয়েছে।''
আরও পড়ুন-সুশান্তের অ্যাকাউন্ট থেকে লাগাম ছাড়া খরচ রিয়ার, তথ্য সংগ্রহ করল বিহার পুলিস