ওয়েব ডেস্ক: বিদেশে গোপন সম্পত্তি রাখার তালিকায় আগেই জড়িয়েছে বলিউডের নাম। অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রায় বচ্চন থেকে শুরু করে নাম জড়িয়েছে সইফ, করিনার। এখানেই শেষ নয়, এবার পানামা কাণ্ডে জড়াল আরও এক বলিউড অভিনেতার নাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পানামার ল ফার্ম মোসাক ফোনসেকার নতুন তথ্য বলছে ব্রিটিশ আইল্যান্ডের একটি কোম্পানি মেরিলেবোন এন্টারটেইনমেন্টের ১০০০ শেয়ার কিনেছিল ন্যাসা যুগ এন্টারটেইনমেন্ট নামে একটি কোম্পানি। এবং এই কোম্পানির মালিক ছিলেন অজয় দেবগণ ও কাজল। যদিও ২০১৪-য় এই কোম্পানির ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেছিলেন অজয়। এ প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, কোম্পানিটি তৈরি হয়েছিল আরবিআই গাইডলাইন মেনে এবং কর সংক্রান্ত সমস্ত বিষয় আইন অনুযায়ী পূরণ করা হয়েছিল।


প্রসঙ্গত, ডিএলএফের কেপি সিং, শিল্পপতি সমীর গেহলট, শিল্পপতি গৌতম আদানির দাদা বিনোদ আদানি, বিজেপি নেতা শিশির বাজোরিয়া, আইনজীবী হরিশ সালভে, গ্যাংস্টার ইকবাল মির্চির নামও রয়েছে পানামা পেপারে।