ভয়ঙ্কর ট্যুইটের দারুন জবাব অনুষ্কা শর্মার
ভালো, খারাপ, অদ্ভূত, ভয়ঙ্কর। তারকাদের বিভিন্ন রকমের ভক্তদেরই সামলাতে হয়। এক এক জন ভক্তের একেক রকম আবদার। ভালোবাসা জানানোর অদ্ভূত সমস্ত উপায়। সম্প্রতি বলিউড ডিভা অনুষ্কা শর্মাকেও এমনই এক অদ্ভূত ট্যুইটের মুখে পড়তে হল।
ওয়েব ডেস্ক: ভালো, খারাপ, অদ্ভূত, ভয়ঙ্কর। তারকাদের বিভিন্ন রকমের ভক্তদেরই সামলাতে হয়। এক এক জন ভক্তের একেক রকম আবদার। ভালোবাসা জানানোর অদ্ভূত সমস্ত উপায়। সম্প্রতি বলিউড ডিভা অনুষ্কা শর্মাকেও এমনই এক অদ্ভূত ট্যুইটের মুখে পড়তে হল।
সম্প্রতি বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়া ট্যুইটারে প্রশ্ন-উত্তর পর্ব চালাচ্ছিলেন। সেই সময়েই তাঁকে অদ্ভূত এক ভক্তের অদ্ভূত প্রশ্নের মুখে পড়তে হল। প্রশ্ন উত্তর সবই ঠিকঠাক চলছিল। এমন সময় @Anmol_India নামে এক ভক্ত তাঁকে ট্যুইট করেন যে, "@AnushkaSharma reply me... I have written your name on my kidney #AskAnushka,"
ভক্তের কাছ থেকে এমন ট্যুইট পেয়ে কিছুটা চমকে যান অনুষ্কা। তবে ঘাবড়ে না গিয়ে উপযুক্ত জবাব দেন তিনি। তিনি বলেন, “Pleas don't speak rubbish #AskAnushka.”
সদ্যই মুক্তি পেয়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। তারই সাফল্য নিয়ে উচ্ছ্বসিত গোটা টিম। ইতিমধ্যেই বক্স অফিসে ৭০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি।