নিজস্ব প্রতিবেদন: লকডাউনে গৃহবন্দি। এই পরিস্থিতিতে ফ্ল্যাটের ছাদেই হাবি বিরাটের সঙ্গে মিলে ক্রিকেট খেলতে দেখা গেল অনুষ্কা শর্মাকে। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বিরাট ও অনুষ্কা শর্মার ক্রিকেট খেলার সেই ভিডিয়ো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োর প্রথমদিকে অনুষ্কা শর্মাকে ব্যাট হাতে দেখা যাচ্ছে। আর বিরাট কোহলি করছেন বল। ভিডিয়োর পরবর্তী দিকে আবার অনুষ্কাকে বল হাতে এবং বিরাটকে ব্যাট করতে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে আরও এক ব্যক্তিকে ফিল্ডিং করতেও দেখা গেল। তবে তিনি কে সেটা অবশ্য স্পষ্ট নয়।


আরও পড়ুন-৩২-এ ভিকি কৌশল, জন্মদিনে ফিরে দেখা অভিনেতার ছোটবেলার কিছু মুহূর্ত...



দুদিন আগে নিজের ইনস্টা স্টোরিতে অনুষ্কা শেয়ার করেন, বিরাট যখন ক্রিকেট খেলার জন্য বাইরে যেতেন, অনুষ্কা তখন বাড়িতে বসে তাঁর খেলা দেখতেন। সেই পুরনো স্মৃতিই মনে করতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। বর্তমানে লকডাউনের কারণে বিরাটের ক্রিকেট যেমন বন্ধ, তেমনই বন্ধ অনুষ্কা শর্মার শ্যুটিং।


আরও পড়ুন-লকডাউনে বন্ধ হচ্ছে ৪টি বাংলা ধারাবাহিক! ক্ষোভ প্রকাশ কলাকুশলীদের




প্রসঙ্গত, ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয়ও করছেন অনুষ্কা। সেখানেও তাঁকে ঝুলন গোস্বামীর ভূমিকায় ক্রিকেট খেলতে দেখা যাবে।