ওয়েব ডেস্ক : জল্পনা চলছে তাঁদের নাকি এবছরের শেষেই বিয়ে। সম্পর্কের নানান চড়াই উতরাইয়ের পর আবার ট্র্যাকে ফিরেছেন বিরাট-অনুষ্কা। এবার এক নম্বর অলরাউন্ডারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। এরইমধ্যে ইদে মুক্তি পাচ্ছে সুলতান। ছবিতে সলমন খানের বিপরীতে অনুষ্কা শর্মা। বলিউডের তিন খানের সঙ্গেই তাঁর কাজ করা হয়ে গেল। কেমন অভিজ্ঞতা তাঁর? খানেদের নিয়ে কী বলছেন তিনি?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউডে অন্যান্য নায়িকাদের বিপদে ফলে ক্রমশ এক নম্বরের পথে তিনি। নয় নয় করে বলিউডের তিন খানের সঙ্গেই কাজ করে ফেললেন। প্রথমে শাহরুখ, তারপর আমির আর এবার সলমন। ২০০৮-এ যশরাজ ফিল্মসে ডেবিউ ছবি রব নে বনা দি জোড়ি। বিপরীতে বলিউডের বাদশা। আদিত্য চোপড়ার পরিচালনায় ছবি হিট। এরপর অন্যন্য ছবি করলেও ২০১২-তে আবারও শাহরুখের সঙ্গে জব তক হ্যায় জান ছবিতে। যদিও পার্শ্বচরিত্র। কিন্তু সফল তিনি।


এরপর রাজকুমার হিরানির পরিচালনায় পিকে-তে আমিরের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি জমে গিয়েছিল। মিস্টার পারফেকশানিস্টের সঙ্গে কাজ করতে হবে জেনে ছোট ছোট বব কাট চুলে জগত জননীর চরিত্রানুযায়ী তৈরি করে ফেললেন নিজেকে। শাহরুখ শাহরুখ, আমির আমিরের জায়গায়। এমনটাই মত তাঁর।


আগামী ইদে মুক্তি পাচ্ছে সলমনের সুলতান। এই ছবিতে আরফার চরিত্রে তিনি। ছবির স্বার্থে শিখে নিতে হয়েছে কুস্তি। তিন খানের সঙ্গেই কাজ করা সম্পন্ন হল। ছবির ট্রেলার লঞ্চে এসে এমনটাই জানালেন অনুষ্কা। সলমন টিচ করতেও ছাড়লেন না।


২০০৮ থেকে ২০১৬। শাহরুখ, সলমন, আমির তিন খানের সঙ্গে কাজ করা শেষ। এবার বিরাটের সঙ্গে গাঁটছড়া।