নিজস্ব প্রতিবেদন : এই মাসেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার বাড়িতে আসছে নতুন অতিথি। আর এই সুখবর যেকোনও সময় আসতে পারে। শেষমুহূর্তের গর্ভাবস্তায় রয়েছেন অনুষ্কা শর্মা। শুধু বিরাট-অনুষ্কা নন, সুখবরের অপেক্ষায় রয়েছেন তাঁদের অনুরাগীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছেলে নাকি মেয়ে কী আসতে চলেছে বিরাট-অনুষ্কার ঘরে? সেই ভবিষ্যৎবাণীই করেছেন এক খ্যাতনামা জ্যোতিষী। পণ্ডিত জগন্নাথ গুরুজির দাবি, বিরাট-অনুষ্কার পরিবারে আসতে চলেছে কন্যা সন্তান। সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিষী জগন্নাথ গুরুজি বলেছেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবং তিনি 'ফেস রিড' করে যা বুঝেছেন, তাতে বিরাট-অনুষ্কার ঘরে রাজকন্যা আসতে চলেছে। যে কিনা বাবা-মা দুজনেরই ভীষণ আদরের হবে। 


বৃহস্পতিবারই অনুষ্কা শর্মাকে নিয়ে চেকআপে যেতে দেখা যায় বিরাট কোহলিকে। এই মুহূর্তে হবু মাকে সব রকমভাবে খুশি রাখার চেষ্টা করছেন বিরাট। কখনও অনুষ্কাকে নিয়ে লাঞ্চ ডেট, কখনও আবার তাঁর মন ভালো রাখতে কাছে পিঠে 'আউটিং'-এ যতে দেখা গিয়েছে বিরাটকে। অনু্ষ্কা যেখানেই যাচ্ছেন, সর্বদা স্ত্রীর সঙ্গেই থাকার চেষ্টা করছেন বিরাট কোহলি।