`সাইবা` নিয়ে হাজির অন্বেষা ও ঋক, শুনে নিন এই সিঙ্গলস
গানটা লিখেছেন সঞ্জীব তিওয়ারি। গানটি মিক্সিং, মাস্টারিং করেছেন এরিক পিল্লাই।
রণিতা গোস্বামী
২০১৪ সালে Zee বাংলা সা রে গা মা পা বিজেতা ছিলেন অন্বেষা দত্ত। রানার্স আপ হন ঋক বসু। ২০১৮ সালে অন্বেষা ও ঋক মিলে খোলেন একটি ইউটিউব চ্যানেল। উদ্দেশ্য, নিজেদের তৈরি অরিজিনাল গানে মানুষের কাছে পৌঁছনো। এরপর ওই ইউটিউব চ্যালেন তরফেই প্রকাশ্যে আসে পরপর চারটি গান, 'তু সাথ মেরে', 'তোমাকে খুঁজি', 'চোখের দেখা', 'তুঝে প্যায়ার প্যায়ার'। আর এবার মুক্তি পেয়েছে ঋক ও অন্বেষার পঞ্চম প্রয়াস 'সাইবা'।
'সাইবা' প্রসঙ্গে অন্বেষার Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে জানান, ''আমি কম্পোজ করতে পারি না, ঋক ভীষণ ভালো কম্পোজ করে। সেখান থেকেই দুজনে মিলে ঠিক করি বলিউডের স্টাইলে গান বানাবো। কারণ, এদেশে যেকোনও শিল্পীর স্বপ্ন থাকে বলিউডে কাজ করার। আমাদের প্রথম সিঙ্গলস মুক্তি পায় 'তু সাথ মেরে', যেটি কিনা যশ রাজ ফিল্মসের তরফে প্রকাশিত হয়। আর এবার সাইবা নিয়ে হাজির আমরা।''
এপ্রসঙ্গে ঋক জানান, '' সাইবা গানটি আমিই কম্পোজ করেছি। গানটা লিখেছেন সঞ্জীব তিওয়ারি। গানটি মিক্সিং, মাস্টারিং করেছেন এরিক পিল্লাই। আমি আর অন্বেষা মিলেই গানটা গেয়েছি। এটা একটা রোম্যান্টিক নম্বার, যেটা ৯এর দশকে বলিউডের রোম্যান্টিক স্টাইলে বানানো হয়েছে। গানটি উত্তরবঙ্গে শ্যুটিং হয়েছে। গানটি রেকর্ড করেছি মুম্বইতেই। আশা করি গানটি সকলের ভালো লাগবে।''
প্রসঙ্গত, ইতিমধ্যেই বেশকিছু ছবিতে তাঁরা কাজ করেছেন বলে জানান ২০১৪-র সা রে গা মা পা-র রানার্স আপ ঋক। পাশাপাশি বেশকিছু জিঙ্গলসের কাজও করছেন বলেও জানান।