নিজস্ব প্রতিবেদন: সুষমা স্বরাজের আকষ্মিক মৃত্যুতে শোকাহত গোটা দেশ। প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন অমিতাভ বচ্চন, অনুপম খের, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে সহ বহু ব্যক্তিত্ব। সুষমা স্বরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব সহ টলিউডের ব্যক্তিত্বরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের টুইটার হ্যান্ডেলে অপর্ণা সেন লেখেন, '' তথ্য ও সম্প্রচারমন্ত্রী থাকাকালীন একবার নন্দন ফিল্ম ফেস্টিভ্যালে আমার সঙ্গে ওনার পরিচয় হয়েছিল। উনি তখন আমার হাত ধরে বলেছিলেন, আমার কাছে নবরত্নের মধ্যে আপনিও অন্যতম। আমি ওনার ব্যবহার, ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলাম। রাজনীতির উর্দ্ধে গিয়ে আমরা আপনার অভাববোধ করব।''


আরও পড়ুন-''অসাধারণ মানুষ ছিলেন সুষমাজি'', শোকবার্তায় লিখলেন অমিতাভ


আরও একটি টুইটে তিনি লিখেছেন, '' সুষমা স্বরাজের আকষ্মিক প্রয়াণের খবরে আমি শোকাহত। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার নন্দন ফিল্ম ফেস্টিভ্যালে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। ওনার ব্যক্তিত্বের উষ্ণতা, নমনীয়তায় আমি মুগ্ধ হয়েছিলাম। উনি বিজেপির মতো রাজনৈতিক দলের স্তম্ভ। কামনা করি ওনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন। ওনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।''




অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, '' খবরটা শুনে অবারই হয়েছি। প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী মাত্র ৬৭ বছর বয়সে চলে গেলেন। ওনার আত্মার শান্তি কামনা করি। ''



পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লেখেন, '' অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের থেকে এক্কেবারেই অন্য রকম ছিলেন। ''



আরও পড়ুন-সুষমা স্বরাজের মৃত্যুতে শোকাহত বলিউড


প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ''তিনি রাজনৈতিক নেত্রী হিসাবে, মানুষ হিসাবে ভীষণই মহৎ একজন ব্যক্তিত্ব। তাঁর অকাল প্রয়াণের খবরে মর্মাহত হলাম। তাঁর আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি সমবেদনা রইল। ''



অভিনেতা তথা সাংসদ দেব লেখেন, ''এটা সত্যিই একটা বড় ক্ষতি। আমাদের দেশের একজন অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন ভীষণই ভালো মানুষ। রাজনীতির উর্দ্ধে গিয়ে সকলে আপনার অভাব বোধ করবেন। আমনাকে সকলের মনে চিরকালীন হয়ে থাকবেন।''



সুষমা স্বরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলা চলচ্চিত্র জগতে আরও অনেক ব্যক্তিত্ব। 


আরও পড়ুন- ডেঙ্গিতে আক্রান্ত জয়া আহসান?