Aparna Sen: নারীসুরক্ষার ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি! `আমাদের উদ্দেশ্য কারোর পদত্যাগ নয়`, বললেন অপর্ণা...
Women Safety: নারী নিরাপত্তার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন নাগরিক চেতনা সংগঠনের সদস্যরা। সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন পরিচালক অর্পণা সেন। তিনি বলেন, আর জি কর তো প্রথম বা শেষ নয়, তার আগে-পরেও বহু ঘটনা ঘটেছে, সেটা আমরা সকলেই জানি।
কমলাক্ষ ভট্টাচার্য: নারী নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে একাধিক নীতি ও কাঠামোগত পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি পাঠাল বিশিষ্টজনদের সংগঠন নাগরিক চেতনা। চিঠির প্রতিলিপি পুলিশ কমিশনার সহ রাজ্যের একাধিক মন্ত্রীকেও পাঠানো হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন পরিচালক অর্পণা সেন (Aparna Sen)। আলোচনায় উঠে আসে কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা, নিরাপদ গণ পরিবহন, পুলিস ব্যবস্থার সংস্কার, বিদ্যালয়ে সচেতনতার প্রশিক্ষণ সংক্রান্ত দাবি।
আরও পড়ুন- Ritabhari Chakraborty Wedding: বিয়ের পিঁড়িতে ঋতাভরী! কবে, কোথায় বসছে বিয়ের আসর?
অপর্ণা সেন বলেন, 'আমাদের রাজ্যে নারী নিরাপত্তার স্বার্থে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চাই। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে এটা করছি। কোনও দল বা সরকারের পক্ষে বিপক্ষে নয়। যাদের হাতে প্রশাসন তাদের বলা এমন ভাবে চলবেনা। আমরা পরিকাঠামোয় কিছু বদল চাইছি'।
তিনি আরও বলেন, 'আর জি করের ঘটনার পর আমাদের সকলের মনে একটা সাংঘাতিক অভিঘাতের তরঙ্গের সৃষ্টি হয়েছিল। সকলেই ক্ষুব্ধ এবং আশঙ্কিত হয়েছিলেন। সেই থেকেই ভাবনার সূত্রপাত যে, আমাদের রাজ্যে কী এমন করতে পারি আমরা যাতে নারীদের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত হয়। আর জি কর তো প্রথম বা শেষ নয়, তার আগে-পরেও বহু ঘটনা ঘটেছে, সেটা আমরা সকলেই জানি। আমাদের বিশ্বাস, প্রশাসন আমাদের পাশে থাকলে এ রাজ্যের নারী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।'
পরিচালক-অভিনেত্রী আরও বলেন, 'পশ্চিমবঙ্গ নারীদের জন্য নিরাপদ এই ধারণা আর বাস্তবের মধ্যে ফারাক আছে। আমাদের উদ্দেশ্য কারো পদত্যাগ নয়। নারীদের মঙ্গলের উদ্দেশ্যে আমাদের এই চিঠি'। তিনি আরও বলেন, 'লড়াই চালিয়ে যেতে হবে। বাস্তবায়িত হবে কিনা জানিনা। প্রশাসনকে বলা ছাড়া আমাদের উপায় কী? আশা নিয়ে তো এগোতে হবে। বয়কট হলে নিন্দা করব। সরকার ভাল কিছু করলে নিন্দা করব কেন? বয়কট করলে বিরোধিতা করব'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)