নিজস্ব প্রতিবেদন: ১৪ বছর একসঙ্গে ছিলেন তাঁরা। সেই সম্পর্কে ছেদ পড়ল শনিবার। পরিচালক, চিত্রনাট্যকার ও এডিটর অপূর্ব আসরানির   (Apurva Asrani) তাঁর পার্টনার সিদ্ধান্তের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সমকামীদের অধিকার নিয়ে বারবার সরব হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপক এডিটর অপূর্ব আসরানি (Apurva Asrani)। শাহিদ, আলিগড় ছবির এডিটিং করেছেন তিনি। ইনস্টাগ্রামে অপূর্ব  (Apurva Asrani) ঘোষণা করেছেন,'অত্যন্ত দুঃখের খবর। সিদ্ধান্তের সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে। সমকামী সমাজে আমরা দুজনে আদর্শ ছিলাম। সে কারণে এটা আরও হতাশার। কিন্তু, ১৪ বছরে আমাদের প্রতিটা মুহূর্ত মূল্যবান। সমকামী দম্পতিদের থেকে প্রেরণা নেওয়ার খুব বেশি নজির ভারতে নেই। আমরা সেই পথ বেছে নিয়েছিলাম। ভারতে সমকামী দাম্পত্যের ক্ষেত্রে আমরাই প্রথম প্রজন্ম। সাহসিকতারল সঙ্গে আমরা ভালোবাসার বহিঃপ্রকাশও করেছি। আমরা কোনও আক্ষেপ নেই।'



১৩ বছর ধরে খুড়তুতো ভাই হিসেবে নিজেদের পরিচয় দিতেন অপূর্ব ও সিদ্ধান্ত। গতবছর তাঁরা বাড়ি কেনেন। নতুন বাড়ির ছবিও দিয়েছিলেন। সত্য, শাহিদের মতো ছবির এডিটিং করেছেন অপূর্ব। ২০০১ সালে 'স্নিপ'-র এডিটিংয়ের জন্য জিতেছিলেন জাতীয় পুরস্কার।