ওয়েব ডেস্ক : বিতর্কে জড়ালেন এ আর রহমান।  তাঁর বিরুদ্ধে প্রশ্ন তুলছেন তাঁর ফ্যানরাই। বিতর্ক তাঁর তামিল গান গাওয়াকে কেন্দ্র করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৮ই জুলাই লন্ডনে এ আর রহমানের মিউজিক্যাল কনসার্ট। মোজার্ট  অফ মাদ্রাজের কনসার্টে অগণিত ফ্যানের ভিড়। হঠাত্‍-ই কনসার্ট ঘিরে ক্ষুদ্ধ ফ্যানরা। কিছুক্ষণ গান শোনার পর অনেকে বেরিয়ে চলে গেছেন। কারণ  গানের তালিকায় শিল্পী তামিল গান বেশি রেখেছেন। বেশ কিছু ফ্যান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তাঁর নাম জড়িয়ে বলিউডের সঙ্গে। সেই কারণে তামিল নয়, গান বাছাইয়ের তালিকায় বেশিরভাগ গান হিন্দিতেই হওয়া উচিত ছিল।


কেউ বা কনসার্ট থেকে বেরিয়ে ট্যুইট করেছেন-নিজের জীবনের প্রথম তামিল কনসার্ট দেখেছেন বলে। কেউ বা টাকা ফেরতের দাবিও করেছেন। এইভাবেই সোশ্যাল মিডিয়ায় উঠল বিতর্কের ঝড়। তবে একদল যখন রহমানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। তখন একদলের দাবি, যে কনসার্টের নাম-NETRU INDRU NALAI। তা থেকে কী ধরণের গান প্রত্যাশা করেন ফ্যানরা? এখন দেখার এই বিতর্কের জল কতদূর এগোয়!


আরও পড়ুন, রণবীর সিংয়ের ওপর চটলেন বিগ বি