নিজস্ব প্রতিবেদন: সারাবিশ্ব জুড়ে অরিজিতের(Arijit Singh) ফ্যানের সংখ্যা অগুণতি। তাঁর কন্ঠের জাদুতে মুগ্ধ সবাই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসে তাঁর কনসার্টের হাজারও ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অরিজিতের একটি বাংলা গানের ভিডিও। তাঁর কন্ঠের জাদুতে মেতেছে নেটদুনিয়া।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটি সর্বভারতীয় চ্যানেলে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে(Lata Mangeshkar) শ্রদ্ধা জানিয়ে তাঁর বেশ কয়েকটি গান গেয়েছেন অরিজিৎ। গায়কের কন্ঠে সেই সব জনপ্রিয় গান শুনে মুগ্ধ নেটিজেনরা। নাম গুম জায়েগা দিয়ে শুরু করে একের পর এক গানে অনুরাগীদের মোহিত করেছেন অরিজিৎ। তবে শুধু হিন্দি গানই নয়, বাংলা ও মারাঠী গানও শোনালেন তিনি। এক নয় একাধিক বাংলা গান গেয়ে বাঙালি শ্রোতাদের মন জয় করেছেন অরিজিৎ। 


কখনও গিটার বাজিয়ে গেয়েছেন 'যা রে উরে যারে পাখি',কখনও গেয়ে উঠেছেন 'হায় হায় প্রাণ যায়', আবার কখনও গেয়েছেন 'দে দোল দোল দোল তোল পাল তোল', গেয়েছেন 'না মন লাগে না'। প্রতিটা ভিডিওই ভাইরাল নেটদুনিয়ায়।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)