নিজস্ব প্রতিবেদন: আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। আপাতত তাঁর জায়গায় এই দায়িত্ব সামলাবেন যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। বহুদিন ধরেই শিরদাঁড়ার সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি, তাঁর অস্ত্রপচারও করতে হয়। আপাতত চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। সেকারণেই অরিন্দম গঙ্গোপাধ্যায় এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা যাচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও এবিষয়ে অরিন্দম গঙ্গোপাধ্যায়কে ফোন করা হলে, তিনি ব্যস্ত থাকার কারণে কথা বলা সম্ভব হয়নি। তবে শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ''আসলে অরিন্দম দা তো অসুস্থ, উনি শারীরিকভাবে বেশি ধকল নিতে পারবেন না। চিকিৎসকরা ওনাকে শারীরিক ও মানসিক কোনও চাপই নিতে না বলেছেন। এবিষয়ে সৌমিত্র কাকু ওনার সঙ্গে কথা বলেন এবং বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। তবে আপাতত সৌমিত্রকাকুই আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ সামলানোর দায়িত্ব দিয়েছেন। এটা তো ইলেকটেড কমিটি, আর এখন নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই আপাতত যা দায়িত্ব রয়েছে সেটা আমাকেই সামলাতে হবে।''


শান্তিলাল মুখোপাধ্যায় আরও জানান, ''এখন আমার কাঁধে অনেকটাই দায়িত্ব, এটা ঠিক। তবে আমরা তো সবাই মিলে কাজ করি। এখানে সবাই আলোচনা করেই কাজ হয়। যদিও আমার কোনও সমস্যা হয়, তাহলে সাহায্যের জন্য সৌমিত্র কাকু, বুম্বাদা তো রয়েছেনই, অন্যান্যরাও রয়েছেন। অরিন্দম দা শারীরিক ভাবে উপস্থিত না থাকতে পারলেও পরামর্শ দেবেন। ''