নিজস্ব প্রতিবেদন: অসমের বন্যা পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে হলেও পরিস্থিতি এখনও অনুকূল নয়। বন্যায় অসমে মৃৃতের সংখ্যা প্রায় ২৫। ৩ লক্ষ মানুষ ভিটে ছাড়া। ক্ষতিগ্রস্ত অসমের ৩৩ টি জেলার প্রায় ৭ লক্ষেরও বেশি মানুষ। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেতা জেলা। এবার অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা অনুদান দিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অমিতাভ বচ্চনের এই অনুদানের কথা টুইট করে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিগ-বিকে ধন্যবাদ জানিয়ে তিনি নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ''ত্রাণ তহবিলে অমিতাভ বচ্চন-জীর ৫১ লক্ষ টাকা অনুদানের জন্য অসমবাসী হিসাবে আমি ওনার কাছে কৃতজ্ঞ। পাশে থাকের জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। ''


আরও পড়ুন-চুম্বন? সিনেম্যাটোগ্রাফারের সঙ্গে এ কী করলেন প্রিয়া!


এদিকে অসমের মুখ্যমন্ত্রী টুইটের উত্তরে পাল্টা টুইট করেছেন বিগ বি। দেশের অন্যান্য প্রান্তের মানুষের কাছেও অসমবাসীর পাশে থাকার অনুরোধ করেছেন তিনি। লিখেছেন, ''অসমের অবস্থা এখন প্রতিকূল। বন্যায় অসমে বহু ক্ষতি হয়েছে। আমার অসমের ভাইবোনেদের পাশে থাকতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আমি এই অনুদান দিয়েছি। আপনিও দিয়েছেন কি? ''



প্রসঙ্গত এর আগে  অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়েছেন অক্ষয় কুমার।


আরও পড়ুন: সেরা অভিনেতা হৃত্বিক, অভিনেত্রী তনুজা, পরিচালক কৌশক গঙ্গোপাধ্যায়, 'মহানায়ক সম্মান' দিলেন মমতা