প্রায় ৩০ বছর পর মুক্তি পাচ্ছে গুলজারের ‘লিবাস’
ওয়েব ডেস্ক: গুলজার সাহেবের ভক্তদের জন্য এই বছরের সেরা উপহার। গুলজার সাহেবের ৮৩ তম জন্মদিনেই তাঁর তৈরি পরিচালিত ছবি ‘লিবাস’-র মুক্তির সিদ্ধান্ত নেওয়া হল। ছবিটি তৈরি হয়েছিল ১৯৮৮ সালে। কিন্তু সেন্সর বোর্ডের কোপে সেই ছবি মুক্তির আলো দেখেনি। অবশেষে প্রায় ৩০ বছর পর মুক্তি পেতে চলেছে লিবাস ।
প্রধাণত বিবাহ বহির্ভূত সম্পর্কের উপর নির্মিত ছবি লিবাস । ছবিতে অভিনয় করেছেন আশির দশকের প্যারালাল সিনেমার সেরা জুটি নাসিরুদ্দিন শাহ এবং শাবানা আজমি । এছাড়াও অভিনয় করেছেন রাজ বব্বর । এঁরা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন উত্পল দত্ত , সুষমা শেঠ প্রমুখ । ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন আর.ডি বর্মন । গান লিখেছেন স্বয়ং গুলজার সাহেব।