বলিউডকে চ্যালেঞ্জ ছুড়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল `অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার`
ডিজনির ভারতের প্রধান বিক্রম দুগ্গল বলেন, `ভারতে নতুন মাইলস্টোন তৈরি করল অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার। এতো সবে শুরু।`
ওয়েব ডেস্ক: মুক্তির আগেই উন্মাদনা পৌঁছেছিল চরমে। মুক্তির পর তার প্রতিফল ঘটল বক্স অফিসেও। ২০১৮ সালে ভারতে প্রথম দিনের আয়ের নিরিখে বলিউডের রেকর্ড ভেঙে দিল হলিউডি ছবি 'অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার'। প্রথম দিনে ভারতে ৩১.৩০ কোটি টাকা আয় করেছে ছবিটি। হলিউডি ছবির নিরিখে যা এক সর্বকালীন রেকর্ড।
মার্ভেল কমিসকের সুপারহিরোদের সমাহারে তৈরি অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার নিয়ে শোরগোল চলছিল বেশ কয়েক সপ্তাহ ধরেই। বিশেষ করে মার্ভেল কমিকসের ভক্তরা ছবিটি দেখার জন্য উন্মুখ হয়ে ছিলেন।
ডিজনির ভারতের প্রধান বিক্রম দুগ্গল বলেন, 'ভারতে নতুন মাইলস্টোন তৈরি করল অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার। এতো সবে শুরু।'
ব্রিটিশ গায়ক ফ্রেডি মার্কারির বেশে রণবীরের এই নাচ দেখেছেন?
ছবিতে থানোস নামে এক দানবের সঙ্গে সুপারহিরোদের সমরকাহিনী তুলে ধরেছেন পরিচালক রুসো ভাতৃদ্বয়।