নিজেকে `রসালো পিচফল`-এর সঙ্গে তুলনা করে, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষে আয়েশার জবাব
মুম্বইয়ের একটি রেস্তরাঁর ওপেনিং ইভেন্টে স্বামী ফরহান আজমির সঙ্গে যোগ দেন অভিনেত্রীর। সেই ইভেন্টে তোলা এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় নানা ধরনের `মন্তব্য`। আয়েশা কি প্লাস্টিক সার্জারি করিয়েছেন! তাঁর ঠোঁট মোটা হয়ে গেছে। মুখটা প্লাস্টিকের মত লাগছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কটাক্ষের এবার যোগ্য জবাব দিলেন আয়েশা টাকিয়া।
ওয়েব ডেস্ক : মুম্বইয়ের একটি রেস্তরাঁর ওপেনিং ইভেন্টে স্বামী ফরহান আজমির সঙ্গে যোগ দেন অভিনেত্রীর। সেই ইভেন্টে তোলা এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় নানা ধরনের 'মন্তব্য'। আয়েশা কি প্লাস্টিক সার্জারি করিয়েছেন! তাঁর ঠোঁট মোটা হয়ে গেছে। মুখটা প্লাস্টিকের মত লাগছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে 'মশকরার' এবার যোগ্য জবাব দিলেন আয়েশা টাকিয়া।
আয়েশা লিখেছেন, "হতে পারে তুমি এই বিশ্বের সবচেয়ে সুস্বাদু রসালো পিচফল, কিন্তু এখানেই এমন কেউ কেউ আছেন, যাঁরা সেই পিচফলটাকেই ঘৃণা করবেন।" নিজের একটি সেলফি পোস্ট করে তিনি লেখেন, "একজন ব্যক্তির সবসময় উচিত তাঁর নিজের সম্বন্ধে সচেতন হওয়া। কেউ কালো বা ফর্সা যেটাই হোন, তা নিয়েই অহঙ্কারী হওয়া। আমরা এখন নিজের সম্বন্ধে সচেতন হওয়ার বদলে, অন্যকে বিচার করতে বেশি ব্যস্ত থাকি। এসব ছেড়ে নিজেকে ভালোবাসুন।"
আরও পড়ুন, 'স্তন যুগল দেখা যাচ্ছে', সোশ্যাল নেটওয়ার্কে কটূক্তির জবাব দিলেন দিশা পাটানি