নিজস্ব প্রতিবেদন : বহু বছরের টানাপোড়েন, ২৫ বছর ধরে চলা বিতর্ক, আইনি লড়াইয়ের পর অবশেষে বুধবার অযোধ্যায় সম্পন্ন হল রাম মন্দিরের ভূমি পূজো। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনও বিতর্ক অব্যহত। তবে এই পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা দিলেন সাংসদ, অভিনেত্রী নুসরত জাহান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটে নুসরত জাহান লেখেন, ''আমি মন্দির-মসজিদ দুটোকেই বেছে নিলাম।'' এপ্রসঙ্গে ফারহা খানের একটি টুইট শেয়ার করেছেন নুসরত। যেখানে ফারহা লিখেছেন, ''কেন মন্দির-মসজিদ যেকোনও একটাকে বেছে নিতে হবে? আমি উভয় ধর্মকেই সুন্দর ধর্মীয় স্মৃতিস্তম্ভ হিসাবে দেখছি। আজকাল সবকিছুতেই কেন রাজনীতি? আমরা কি ভালোকিছু সবই হারিয়েছি। কেন এটা নাহলে ওটা। আমরা কি দুই ধর্মকেই ভালোবাসতে, শ্রদ্ধা করতে পারি না? আমি তো করি।'' নুসরত এই টুইটি শেয়ার করে ফারহার মতকেই সমর্থন করেছেন।


আরও পড়ুন-বেইরুটে ভয়াবহ বিস্ফোরণ, প্রার্থনায় দেব, জিৎ, মিমি, রাজ সহ অন্যান্য তারকারা



প্রসঙ্গত, এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্প্রীতির বার্তাই দিয়েছেন। তিনি টুইটারে লিখেছিলেন, ''হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখব।''



সাংসদ, অভিনেত্রী নুসরতও তাঁর প্রিয় দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মতকেই সমর্থন করেছেন। তবে তাঁদের কাউকেই আলাদা করে অযোধ্যা রাম মন্দিরের প্রসঙ্গ টানতে দেখা যায়নি। প্রসঙ্গত, নুসরত অবশ্য বরাবরই সম্প্রতির বার্তাই দিয়ে এসেছেন। নিখিল জৈনকে বিয়ে করার পর কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে। তবে বিতর্ককে গুরুত্ব না দিয়ে তিনি যেমন প্রত্যেক বছর যেমন ইদ পালন করেছেন, তেমনই আবার রথযাত্রা, দুর্গাপুজোতেও সামিল হয়েছেন। ''ধর্ম যার যার তবে উৎসব সবার।''


আরও পড়ুন-লেবাননের বেইরুটে বিস্ফোরণ, প্রার্থনা বলি তারকাদের