নিজস্ব প্রতিবেদন: জাতীয় পুরস্কারের তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর ভক্তরা। 'আন্ধাধুন' এবং 'বধাই হো', পরপর তাঁর দুটি সিনেমাই জাতীয় পুরস্কারের তালিকায় নিজেদের নাম তুলে নেয়। বুঝতেই পারছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার কথাই বলা হচ্ছে। এবার সেই আয়ুষ্মান খুরানা কি করলেন জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : একান্তে ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিলেন অঙ্কুশ, ঐন্দ্রিলা, দেখুন
রিপোর্টে প্রকাশ, এবার নাকি বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য ৩.৫ কোটি করে দাবি করছেন আয়ুষ্মান খুরানা। শুধু তাই নয়, যে বিজ্ঞাপন সংস্থা আয়ুষ্মান খুরানার সঙ্গে চুক্তি করতে আসে, তারা অভিনেতার দাবি শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এবং আয়ুষ্মান খুরানাকে ৩.৫ কোটির চেক দিয়ে, তাঁকে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে নেয়। জানা যাচ্ছে, মালাবার হিলসের বাংলোতেই ওই বিজ্ঞাপনের শ্যুট করবেন 'আন্ধাধুন' অভিনেতা। প্রসঙ্গত, এর আগে এক একটি বিজ্ঞাপনের জন্য ৯০ লক্ষ থেকে ১ কোটি দাবি করতেন আয়ুষ্মান খুরানা।




বর্তমানে 'ড্রিম গার্ল'-এর প্রমোশনে ব্যাস্ত আয়ুষ্মান খুরানা। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করছেন নুসরত বারুচা, অনু কাপুররা। আগামী ১৩ সেপ্টেম্বর মু্ক্তি পাবে আয়ুষ্মান খুরানা এবং নুসরত বারুচার এই সিনেমা।