নিজস্ব প্রতিবেদন : বলিউডের সব সিনেমাকে পিছনে ফেলে দিয়ে প্রথম সারিতে উঠে এল বাহুবলী ২। বিশ্বের অন্যতম জনপ্রিয় সিনেমার তালিকায় উঠে এল দক্ষিণী নায়কের বাহুবলী ২।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বিরুষ্কার পর এবার বিয়ের তোড়জোড় সলমন-ক্যাটরিনার?


রিপোর্টে প্রকাশ, ২০১৭ সালে গুগলের টপ ট্রেন্ডস-এ উঠে এসেছে পরিচালক রাজামৌলির ওই সিনেমার নাম। জানা যাচ্ছে, ২০১৭ সালে গুগল সার্চ ইঞ্জিনে যে সিনেমাগুলি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, সেই তালিকায় ৭ নম্বরে রয়েছে বাহুবলী টু। গুগলের ওই তালিকায় বাকি ৯টি সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে একমাত্র ভারতীয় সিনেমা বাহুবলী। আর ওই রিপোর্ট প্রকাশ পাওয়ার পরই প্রভাস ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সীমাহীন।


ওই তালিকা অনুযায়ী-


১)আইটি


২)ওয়ান্ডার ওম্যান


৩)বিউটি এন্ড দ্য বিস্ট


৪)লোগান


৫)জাস্টিস লিগ


৬)দ্য ফেট অফ দ্য ফিউরিয়স


৭)বাহুবলী টু


৮)ডানক্রিক


৯)লা লা ল্যান্ড


১০)থর : রাগনরক। 


প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পায় এস এস রাজামৌলির বাহুবলী। দক্ষিণী নায়কের এই সিনেমার রেশ কাটতে না কাটতেই সবকিছুকে ছাপিয়ে এক্কেবারে প্রথম সারিতে উঠে আসে বাহুবলী টু।