নিজস্ব প্রতিবেদন : ঐশ্বর্য ও আরাধ্যা COVID-টেস্টের রিপোর্ট পজেটিভ এলেও তাঁরা এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে থেকেই তাঁদের চিকিৎসা হওয়ার ইঙ্গিত দিয়ে টুইট করেন অভিষেক বচ্চন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিষেক টুইটে লেখেন, ''ঐশ্বর্য ও আরাধ্যা COVID-টেস্টের রিপোর্ট পজেটিভ। তাঁরা বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। BMC-র তরফে প্রতি মুহূর্তে তাঁদের যোগাযোগ রাখা হচ্ছে এবং যা করণীয় তার সবটাই করা হচ্ছে। আমার মা ও বাড়ির অন্যান্য সদস্যদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।''


আরও পড়ুন-করোনা আক্রান্ত 'কসৌটি জিন্দেগি কি'র 'অনুরাগ' পার্থ সামন্থন, বন্ধ ধারাবাহিকের শ্যুটিং



অভিষেক তাঁর বাবা অমিতাভ বচ্চনের কথা জানিয়ে আরও একটি টুইট করেন। তাতে লেখেন, ''আমার বাবা আর আমি হাসপাতালে রয়েছি। চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এখানেই থাকবো। প্রত্যেকে সাবধানে থাকুন। আর নিয়ম মেনে চলুন।''




প্রথমে জানা যায়, স্ত্রী ঐশ্বর্য ও মেয়ে আরাধ্যা করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসার খবর শুনে অভিষেক হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন। তবে তিনি বাড়িতেই রয়ে গিয়েছেন নাকি আবারও হাসপাতালে ফিরে গিয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। যদিও এবিষয়ে বচ্চন পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। এমনকি অভিষেকও টুইটে তাঁর হাসপাতালে থাকার কথাই জানিয়েছেন।


আরও পড়ুন-BMC-র করোনা টেস্টে 'না',ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে COVID-19 টেস্ট করাবেন রেখা!


শনিবার রাতে ঐশ্বর্য, আরাধ্যা, জয়া বচ্চন সহ অন্যান্যদের অ্যান্টিজেন টেস্ট-এর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে খবর মেলে। নানাবতী হাসপাতালের তরফেও জানানো হয় সেকথা। তবে দ্বিতীয়বার পরীক্ষা করলে দেখা যায় ঐশ্বর্য ও আরাধ্য দুজনেরই করোনার রিপোর্ট পজেটিভ। বাকিদের নেগেটিভ।