ওয়েব ডেস্ক : অবশেষে জামিন পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ১৯ দিন জেল হেফাজতে থাকার পর শর্তসাপেক্ষে জামিন পেলেন অভিনেতা। সনিকা মৃত্যু মামলায় তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবারই বিক্রম চট্টোপাধ্যায়ের আলিপুর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। পুলিসের পরিকল্পনা ছিল, আদালতে আরও কয়েকদিন হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন। কিন্তু তার আগেই  জামিন পেলেন বিক্রম। এদিন শুরু থেকেই বিক্রম যে নির্দোষ সেটাই বারবার উঠে এসেছে তাঁর আইনজীবীর সওয়ালে।


১) বিক্রমের বন্ধুরা গোপন জবানবন্দিতে জানিয়েছেন, সেদিন রাতে বিক্রম মদ্যপ ছিলেন। প্রশ্ন উঠছে, তারপরেও সনিকাকে তাঁরা যেতে নিষেধ করলেন না কেন?
২) সনিকাকে কেউ জোর করেনি, তিনি নিজের ইচ্ছেতেই বিক্রমের সঙ্গে গিয়েছিলেন
৩) বিক্রমের গাড়ি থেকে মদের বোতল পাওয়া যায়নি


তদন্তে পুলিসকে সমস্তরকম সহযোগিতা করেছেন বিক্রম। সেই যুক্তিই আদালতে গ্রহণযোগ্য হয়েছে বলে দাবি বিক্রমের আইনজীবীদের।


আরও পড়ুন, পুড়ছে দুবাই, আগুন ছাড়া রাস্তার উপরই তৈরি হল ওমলেট