রঙিন কাগজের টুকরোয় ভেসে উঠলেন দিলীপ কুমার, পোর্ট্রেটেই ব্যান্ডেলের শিল্পীর শ্রদ্ধার্ঘ
চোখ নাক মুখ অবিকল ফুটিয়ে তুলেচেন শিল্পী, চমকে গিয়েছেন নেটিজেনরা
নিজস্ব প্রতিবেদন: বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতিকে আঁকড়ে বেঁচে থাকতে চাইছেন ভক্তরা। এমনই এক গল্প উঠি এল ব্যান্ডেলে। শিল্পীর জীবদ্দশায় যা সম্ভব হয় নি সেই কাজই সম্পূর্ণ করলেন ব্যান্ডেলের শিল্পী।
আরও পড়ুন: ছোট ছেলের নাম ঠিক করে ফেললেন Saif-Kareena! কী রাখা হয়েছে Taimur-র ভাইয়ের নাম?
দিলীপ কুমারের (Dilip Kumar) একটি পোট্রেট বানাবেন,সেই ইচ্ছা ছিল অনেকদিনের।তিনি কোলাজ শিল্পীর। রঙীন কাগজের আঁকিবুকিতে তৈরি করেন শিল্পীদের পোট্রেট। লতা মঙ্গেশকর,সুচীত্রা সেন,ভীমসেন জোশি, হরিপ্রসাদ চৌরাশিয়া, পন্ডিত রবিশঙ্কর, মান্না দে, সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শচীন তেন্ডুলকরের মত দিকপাল সেলিব্রিটিদের কোলাজ তৈরি করেছেন আগেই। এবার তা হল তবে বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যু পর। তাতে অবশ্য আপশোস নেই শিল্পীর। দিলীপ কুমারের মত এত বড় মাপের অভিনেতাকে ছবির মাধ্যমে শ্রদ্ধা জানাতে পারছেন এটাই তাঁর কাছে অনেক।
কাগজ ছিঁড়ে ছিঁড়ে রঙ ছাড়া রঙিন ছবির কোলাজ তৈরী করেন ব্যান্ডেলের কোলাজ শিল্পী তপন সাহা। দিলীপ কুমারের প্রয়াণের খবর পেয়েই রাত জেগে কোলাজ তৈরী শুরু করেন শিল্পী। সাধারনত এই ধরনের পোট্রেট তৈরি করতে ৬ থেকে ৭ দিন সময় লাগে।চোখ নাক মুখ অবিকল ফুটিয়ে তুলতে সময় লাগে অনেকটাই। সেখানে একদিনেই দিলীপ কুমারের ছবি ফুটিয়ে তোলেন তিনি। এটিই ছিল বর্ষীয়ান অভিনেতার প্রতি শিল্পী তপন সাহার শ্রদ্ধার্ঘ।