আজমেরি হক বাঁধন


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সারা বাংলাদেশ জুড়েই এটা প্রচলিত যে, সেদিন বা তাঁর আগের দিন ছোটরা স্কুলে যায় ও সেখানেই ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানায়। আমিও ছোটবেলায় স্কুলে যেতাম, তখন শহিদ মিনার অবধি যেতে পারতাম না। স্কুলে গিয়েই শহিদদের শ্রদ্ধার্ঘ্য দিতাম। এটা আমাদের কাছে একটা আবেগ। ভাষা শহিদরা যে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের সবসময়ই রয়েছে। বাংলাদেশে এদিন সবাই শহিদ মিনারে গিয়েই শ্রদ্ধাজ্ঞাপন করেন কিন্তু এখন আমার এই দিনটা কাটে মেয়ের মাধ্যমে। মেয়ের স্কুলে এদিন একটা অনুষ্ঠান আয়োজন করা হয়। মেয়ে সেখানে যায়, ওর মাধ্যমেই আমি শ্রদ্ধা জানাই। এদিন শহিদ মিনারে প্রচুর লোকের জমায়েত হয় তাই ওইদিন যাওয়াটা সমস্যা হয়।


আরও পড়ুন- Pathaan Box Office Collection: নয়া মাইলস্টোন, ২৭তম দিনে নতুন রেকর্ড গড়ল শাহরুখের ‘পাঠান’...


আসলে ভাষা দিবস নিয়ে আবেগটা নিজের ভিতরে ধারণ করার বিষয়। পৃথিবীতে অনেক ভাষা আছে যেটা বিপন্ন হয়েছে বা বিপন্নের পথে। এর পিছনে একটাই কারণ। যাঁরা এই ভাষায় কথা বলছেন, তাঁরা কতটা এই ভাষা ধারণ ও বহন করছেন তার উপর। বেশিরভাগ ভাষাই বিপন্ন হয়েছে কারণ সেই ভাষায় কথা বলা মানুষগুলোই বিপন্ন হয়েছে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, সেটা হল বাংলার পাশাপাশি আমাদের আশেপাশে আরও যে সার্বজনীন ভাষা রয়েছে, সেই ভাষাগুলোর প্রভাব একটু বেশিই পড়ে যাচ্ছে। এটার জন্যও দায়ী আমরা। এটা আমাদের উপরেই নির্ভর করছে যে আমরা কতটা সেই প্রভাবকে মেনে, ভাষাটা মিশিয়ে ফেলছি।


আরও পড়ুন- Actor’s Home Attacked: জনপ্রিয় অভিনেতার বাড়িতে-গাড়িতে ইটবৃষ্টি, দায়ের মামলা, শুরু তদন্ত


আমার মনে হয়, আমরা কতটুকু ধারণ করছি, সেটা নিজের কাছে পরিষ্কার রাখা আর নতুন প্রজন্মকে কী দিয়ে যাচ্ছি সেটা পরিষ্কার থাকা জরুরি। বাংলা ভাষা নিয়ে যখন আন্দোলন হয়েছে, সেই সময় মানুষের ভাষার প্রতি আবেগটা কতটা ছিল, সেটা আমরা শুধুমাত্র পড়ে জেনেছি। আমরা কিন্তু ঐ সময়ের আবেগটা প্রত্যক্ষ করিনি। কিন্তু আমাদের বোঝা দরকার যে, ঠিক কতটা আবেগে জড়িয়ে সেই সময় ভাষা আন্দোলন হয়েছিল, কোন আবেগে তাঁরা প্রাণ দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন। সেই আবেগটা বোঝা জরুরি। সেটা যদি আমরা না বুঝি বা আমাদের পরের প্রজন্মকে বোঝাতে না পারি, সেটা একই সঙ্গে দুঃখের ও লজ্জার।



 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)