Mahiya Mahi Sarker, Bangladesh, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চার মাস আগেই জন্ম দিয়েছেন প্রথম সন্তানের। এর মাঝেই শুরু নয়া জল্পনা। সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির এই পোস্টে পাওয়া গেল নয়া আভাস। ফের মা হতে চলেছেন নায়িকা? সামাজিক যোগাযোগমাধ্যমে মাহির একটি পোস্টেই এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Apu Biswas in Kolkata: ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলব না কারণ...’ কলকাতায় অকপট অপু


নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাহিয়া মাহি লিখেছেন, ‘তুমি আমি আর আমাদের ২টি ফুল।’ নেটিজেনদের ধারণা, দুটি ফুল বলতে ছোট্ট ছেলে মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার এবং অনাগত সন্তানকে বুঝিয়েছেন তিনি। এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে তাঁর অভিনন্দনে ভরিয়ে দেন অভিনেত্রীকে। সকলেই অনুমান করেন যে ফের মা হতে চলেছেন নায়িকা।



প্রসঙ্গত গত ২৮ মার্চ প্রথম মা হন মাহিয়া মাহি। পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা। বিয়ের দেড় বছরের মাথায় সন্তানের জন্ম দেন তিনি।এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ২০২১ সালে মে মাসে ভেঙে যায় সেই বিয়ে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)