ওয়েব ডেস্ক: ছেলে হল বেবোর। আর খুশিতে ভেসে গেল বলিউড। মাসি করিশ্মা থেকে পিসি সোহা আলি খান। সোশ্যাল মিডিয়া ভেসে গেল অভিনন্দন ঝড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


করিনার ছেলে তৈমুরের আগমনের খবর আসতে না আসতেই টুইটারে ঝড়। প্রথম টুইট করলেন করণ জোহর।


 



 


তৃতীয়বার পিসি হলেন সোহা আলি খান। খুশিতে আত্মহারা পিসির টুইট- 


 



 


 


প্রথমবার মাসি হলেন করিশ্মা কাপুর। বেবোর যে কোনও সাফল্যেই তিনি গর্বিত হন। আর সেই খুশি ছড়িয়ে দিলেন ইনস্টাগ্রামে। করিনার ঘনিষ্ঠতম বান্ধবী মালাইকা অরোরা তাঁকে Mommy Club এ স্বাগত জানালেন। তুষার কাপুরের প্রথম নায়িকা ছিলেন করিনা। ২০১৬য় নিজেও বাবা হয়েছেন তুষার। তাই পেরেন্টহুড ক্লাবে করিনাকে স্বাগত জানালেন তিনি। সোনম কাপুর নিজের সঙ্গে একটা ছবি পোস্ট করে বলেন,বলিউডের চোখের মণি হবেন তৈমুর।